Advocatetanmoy Law Library

Legal Database and Encyclopedia

Home » Bengali Poetry » Kuri Bachhar Par – Jibanananda Das

Kuri Bachhar Par – Jibanananda Das

The theme of Jibanananda's poem ̳Banalata Sen is straightforward. However, because of the style of presentation, it appeared to be subtle, mysterious and bizarre even to the native readers and critics of his time. The poet's wizardry of image and metaphor makes an ordinary Banalata Sen beyond touch as she transcends to a higher space, surpassing all worldly affairs. The poet presents her beauty in entirely different imagery infrequent in our literature before his utterance. Throughout the poem, he creates a sense of wonder and dreamlike progression from the flow of time expressed by ancient civilizations and illusory natural beauty to the contemplation of the end of earthly affairs. With a view to establishing Jibanananda's Banalata Sen' as a surrealist poem, this article aims at exploring the images and metaphors that has unfolded his subliminal working of the mind [Sultana Jahan, Department of English Language and Literature, International Islamic University Chittagong, Bangladesh]

কুড়ি বছর পরে

আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা যদি হয়
আবার বছর কুড়ি পরে-
হয়তো ধানের ছড়ার পাশে
কার্তিকের মাসে-
তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে- তখন হলুদ নদী
নরম নরম শর কাশ হোগলায়- মাঠের ভিতরে !

অথবা নাইকো ধান ক্ষেতে আর,
ব্যস্ততা নাই আর,
হাঁসের নীড়ের থেকে খড়
পাখির নীড় থেকে খড়
ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল !
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি, কুড়ি, বছরের পার,-
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার !
হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে
সরু- সরু- কালো কালো ডালপালা মুখে নিয়ে তার,
শিরীষের অথবা জামের
ঝাউয়ের-আমেরঃ
কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে !

জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার !
তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেচা নামে-
বাবলার গলির অন্ধকারে
অশথের জানালার ফাকে
কোথায় লুকায় আপনাকে !
চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে-
সোনালি সোনালি চিল- শিশির শিকার করে নিয়ে গেছে তারে-
কুড়ি বছর পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে !

-জীবনানন্দ দাশ

Photo Credit: Advocate Mithu Mallick