মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মোন।
তার গন্ধ না থাক যা আছে তা নয়রে ভূ আবরন।
যানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়
তবু ঘরের ছেলে পরের কাছে নিজেরে বিলায়।
তোর মতো যে নেইকো তাদের
মায়ে পোয়ে আলাপন।
আমার তাই তো লাগে ভয়,
প্রলোভনের লোভে পরে হই বুঝি বা খয়।
তুই যেন ভুলিস না তোর দয়াময়ি মা,
তার রক্ত মাখা কালোরূপে ঘুচায় কালিমা।
আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মোন।
You must be logged in to post a comment.