এসসি/এসটি সার্টিফিকেটের বিষয়টির কোনও বয়স বার নেই । ওবিসি সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে বয়স বার করার বিষয়টিও তুলে নেওয়া হয়েছে ।
পেইজ আপডেট:-Nov 10, 2018
List of Scheduled Caste and Scheduled Tribe and OBCs in West Bengal
READ THIS PAGE IN ENGLISH
এসসি/এসটি/ওবিসি সার্টিফিকেট (বর্ণ সনদ) সব উপ-বিভাগে SDOs দ্বারা ইস্যু করা হয় । কলকাতায় এ ধরনের শংসাপত্র জারি করে কলকাতার DWO । তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (আইডেন্টিফিকেশন) আইন, 1994-এর ক্ষেত্রে এসসি & ST-র জন্য জাতিগত শংসাপত্র ইস্যু করা হয় । ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয় সরকারি বিজ্ঞপ্তি নং 347-TW/ইসি তারিখ 13-07-1994 ।
এসসি/এসটি সার্টিফিকেটের বিষয়টির কোনও বয়স বার নেই । ওবিসি সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে বয়স বার করার বিষয়টিও তুলে নেওয়া হয়েছে ।
আইন, বিধি এবং বিজ্ঞপ্তি ইত্যাদিতে উল্লেখিত এসসি এসটি/ওবিসি-র জন্য জাতিগত শংসাপত্র ইস্যু করার পদ্ধতি সম্প্রতি সংকলিত হয়েছে এবং ব্যাপক নির্দেশিকা জারি করা হয়েছে ।
তফসিলি জাতি
১ ।
|
বাগদি, ডুলি
|
৩১ ।
|
কৌর
|
২ ।
|
বাহেলিয়া
|
32 ।
|
কেকোট, কেইট
|
৩ ।
|
বাইতি
|
33 ।
|
খাইরার
|
৪ ।
|
ব্যাংটার
|
34 ।
|
খাতিক
|
৫ ।
|
বাউরি
|
35 ।
|
কক
|
৬ ।
|
বেলদার
|
36 ।
|
কোনাই
|
৭ ।
|
ভোজিটিএ
|
37 ।
|
কোনওয়ার
|
৮ ।
|
ভুইমালি
|
38 ।
|
কোটাল
|
৯ ।
|
ভূঁইয়া
|
39 ।
|
কুরারিয়ার
|
১০ ।
|
বাঁধতে
|
40 ।
|
লালবেগই
|
১১ ।
|
চরের, চরমকর, মোচী, মুচি, রাব্য়েড, রুইদাস, ঋষি
|
41 ।
|
লোধার
|
১২ ।
|
চৌপাল
|
42 ।
|
মাখার
|
১৩ ।
|
ডাগর
|
43 ।
|
মাল
|
১৪ ।
|
দাসাই (নেপালি)
|
44 ।
|
মাল্লাহ
|
১৫ ।
|
ধোবা, ধোবি
|
45 ।
|
মুহার
|
১৬ ।
|
দোয়াই
|
46 ।
|
নাসাদ্র
|
১৭ ।
|
ডোম, ধীঅঙ্গদ
|
47 ।
|
ন্যাট
|
১৮ ।
|
দোসাধ, দুধ, ধরণী, ধারি
|
48 ।
|
ননিয়ায়া
|
১৯ ।
|
ঘাসি
|
49 ।
|
পাইইল্যা
|
২০ ।
|
গনরহি
|
50 ।
|
প্যান, সাসি
|
২১ ।
|
হাললাখোর
|
50 ।
|
পাসই
|
২২ ।
|
হরি, মেহটার, মেবা, বেঙ্গলি, বাল্মীকির
|
52 ।
|
পাটনি
|
২৩ ।
|
জালিয়া কৈবারত্তা
|
53 ।
|
পড, পাউনদরা
|
২৪ ।
|
ঝালা মালো, মালো
|
54.
|
রাজবংশী
|
25.
|
কাদেরের
|
55.
|
রাজওয়ার
|
26.
|
কামি (নেপালি)
|
56.
|
সারকি (নেপালি)
|
27.
|
কান্দরা
|
57.
|
সুনরি (সাহা বাদে)
|
28.
|
কাঞ্জর
|
58.
|
টিকিয়ার
|
29.
|
কাওরা
|
59.
|
হয়েছে
|
30.
|
করেঙ্গা, কোরঙ্গা
|
60.
|
চেন * *
|
* বিলোপ করা হয়েছে সংবিধান (তফসিলি জাতি) অর্ডিন্যান্স (সংশোধন) আইন, 2016 তারিখ ৯ মে, 2016, নয়াদিল্লি (ভারতের গেজেট)
* * এলাকা সীমাবদ্ধতা মুছে দিয়েছে “ভারতের গেজেট 09-05-2016-এ প্রকাশিত সংবিধান (তফসিলি জাতি) অর্ডিন্যান্স (সংশোধন) আইন, 2016” ।
তফসিলি উপজাতি
১ ।
|
অসুর
|
২১ ।
|
অমেঠির কোরওয়া
|
২ ।
|
বৈগা
|
২২ ।
|
লেপচা
|
৩ ।
|
বেদিয়া, বেদিয়া
|
২৩ ।
|
লোধা, খেরিয়া, খড়িয়া
|
৪ ।
|
ভুমিজ
|
২৪ ।
|
লোহারা, লোহরা
|
৫ ।
|
ভুটিয়া, শেরপা, টোটো, দুধপা, কাগতকায়, তিব্বতি, ইয়োলামো
|
25.
|
মাঘ
|
৬ ।
|
বিরহোর
|
26.
|
মাহালি
|
৭ ।
|
বিরজিয়া
|
27.
|
মহলী
|
৮ ।
|
চাকমা
|
28.
|
মাল পাহাড়িয়া
|
৯ ।
|
চেও
|
29.
|
মেচ
|
১০ ।
|
চিক বারাইকে
|
30.
|
মরু
|
১১ ।
|
গারো
|
৩১ ।
|
মুন্ডা
|
১২ ।
|
গোন্ড
|
32 ।
|
নাগসিয়া
|
১৩ ।
|
গোরএইট
|
33 ।
|
ওরাঁও
|
১৪ ।
|
হাজঙ্গ
|
34 ।
|
পারহাড়িয়া
|
১৫ ।
|
হো
|
35 ।
|
রাভা
|
১৬ ।
|
কারমালি
|
36 ।
|
সন্তলাল
|
১৭ ।
|
খারওয়ার
|
37 ।
|
সৌরিয়া পাহাড়িয়া
|
১৮ ।
|
খন্ড
|
38 ।
|
সাভার
|
১৯ ।
|
কিসান
|
39 ।
|
লিম্বু
|
২০ ।
|
কোরা
|
40 ।
|
তামাং
|
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্বীকৃত ওসিএস
অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা (O.B.C.) – বিভাগ ভিত্তিক
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্বীকৃত
Sl. |
আরও পিছিয়ে পড়া (ক্যাটাগরি-এ) |
Sl. |
পিছিয়ে পড়া (ক্যাটাগরি-বি) |
1 |
আবদাল (মুসলিম) * |
1 |
বৈশ্য কাপালি |
2 |
বৈয়া মুসলিম * |
2 |
বংশী বর্মন |
3 |
বান্নি/বসনি (মুসলিম) * |
3 |
বারুজিবি |
৪ |
বেলদার মুসলিম * |
৪ |
বেতকার (বেনলকার) |
5 |
বেপারী/বাইপারী মুসলিম * |
5 |
ভর |
৬ |
ভাটিয়া মুসলিম * |
৬ |
ভরভুজা |
৭ |
মুসলিম ভাতিয়ারা * |
৭ |
ভুজেলের |
৮ |
চৌদুলি (মুসলিম) * |
৮ |
বুচুচহেং |
9 |
মুসলিম চুটর মিসসরি * |
9 |
চাসাটি (চাসা) |
10 |
মুসলিম দাদর * |
10 |
চিত্রকার |
11 |
ধুকপুক (মুসলিম) * |
11 |
তফসিলি জাতি খ্রিস্টান ও তাদের বংশধরদের ধর্মান্তরিত |
12 |
ধেনিয়া * |
12 |
দেবডাঙ্গা |
13 |
ফকির, সাঁই * |
13 |
দেওয়ান |
14 |
গায়েন (মুসলিম) * |
14 |
Dhimal |
15 |
ঘোসি (মুসলিম) * |
15 |
গানপেয়েছেন |
16 |
হাজজাম (মুসলিম) * |
16 |
গোয়ালা, জিপে (পল্লভ জিপে, বালিলাভ জিপে, যাদব জিপে, জিপে, আহির ও যাদব) |
17 |
হাওয়ারি, ধোবি (যারা তফসিলি জাতির তালিকায় অন্তর্ভুক্ত) * |
17 |
হেলে/হলিয়া/চাসি-কৈবারত্তা, দাস কৈবারত্তা |
18 |
মুসলিম জমাদার * |
18 |
কাহার |
19 |
জোহ্ (আনসারি-মোমিন) * |
19 |
কেআনসারি |
20 |
মুসলিম কালান্দর * |
20 |
কাপালি |
21 |
কান (মুসলিম) * |
21 |
করণী |
22 |
কাসাই |
22 |
কর্মকার |
23 |
খোট্টা মুসলিম * |
23 |
কেওরি/কোরি |
24 |
মুসলিম লস্করের * |
24 |
খেন (নন-বানিয়া ক্যাটাগরি) |
25 |
মাহালদার (মুসলিম) * |
25 |
কুম্ভকার |
26 |
মাহী/পাটনী মুসলিম * |
26 |
কুর্মি |
27 |
মাল মুসলিম * |
27 |
মালাকার |
28 |
মল্লিক |
28 |
মঙ্গার |
29 |
মিদ্দে |
29 |
মোইরা (হালওয়াই), মোদক (হালওয়াই) |
30 |
মুসলিম মোল্লা * |
30 |
নগর |
31 |
মুচি/চামার মুসলিম * |
31 |
ন্যাওটা |
32 |
মুসলিম বারুজিবি/বারুনি * |
32 |
নেম্বং |
33 |
মুসলিম বিদেয় * |
33 |
নিউজার |
34 |
মুসলিম হালদার * |
34 |
রাই (চামলিং সহ) |
35 |
মুসলিম মালি, ফারজি (মুসলিম) * |
35 |
রাজু |
36 |
মুসলিম মণ্ডল * |
36 |
সামপাং |
37 |
মুসলিম পিয়োদা * |
37 |
সড়ক |
38 |
মুসলিম সাঁপুই/সাপুই * |
38 |
সাতচাসি |
39 |
নিশিয়া-শেখ * |
39 |
শঙ্খকাকার |
40 |
মুসলিম নীহারিয়া * |
40 |
সুলুওয়ার |
41 |
নিকারি (মুসলিম) * |
41 |
সূত্রধর |
42 |
পাতিদার |
42 |
সরনকার |
43 |
মুসলিম পেচি * |
43 |
তামবোলি/তামলী |
44 |
মুসলিম রাজমিসরি * |
44 |
তানতি, তানতুরাইয়া |
45 |
রায়েয়েন (কুজরা) * |
45 |
তেলি, কোলু |
46 |
মুসলিম সর্দার * |
46 |
থামি |
47 |
শেরশাবাডিয়া * |
47 |
তুরহা |
48 |
সিলী (মুসলিম) * |
48 |
যোগী, নাথ |
49 |
টুটিয়া (মুসলিম) * |
49 |
মুসলিম দারাজি/ওস্তাগর/ইডঋষি * |
50 |
ধানুক |
50 |
ঢালি (মুসলিম) * |
51 |
জোগী |
51 |
পাহডিয়া মুসলিম * |
52 |
খাএএইট |
52 |
তাল-পাকহা বেনিয়া * |
53 |
কোস্তা/কোথা |
53 |
আদলদর (মুসলিম) * |
54 |
লাহেরা/লাহেরা |
54 |
আই এনজি/হবে/আকাহান (মুসলিম) * |
55 |
রিয়েশ্বর |
55 |
ব্যাগ (মুসলিম) * |
56 |
সুকলি |
56 |
চাপ্রশী (মুসলিম) * |
57 |
বেঙ্গলি (মুসলিম) * |
57 |
চুইহার * |
58 |
ধাত্রি/ডাই/ধালিটি (মুসলিম) * |
58 |
দাদনৃত্য (মুসলিম) * |
59 |
ঘরামি (মুসলিম) * |
59 |
হাউজ (মুসলিম) * |
60 |
ঘোড়াখান * |
60 |
ধাবক (মুসলিম) * |
61 |
গোলদার/গোল্ডের (মুসলিম) * |
61 |
গাজী (মুসলিম), পার (মুসলিম) * |
62 |
হালসানা (মুসলিম) * |
62 |
খান (মুসলিম) * |
63 |
কায়ল (মুসলিম) * |
63 |
সদহুখান (মুসলিম) * |
64 |
নাইয়া (মুসলিম) * |
64 |
মাহী |
65 |
শিকারি/সিকারি (মুসলিম) * |
65 |
মালতা/মালিথা/মালাত্যা (মুসলিম) * |
66 |
শেখ * |
66 |
মিসসরি (মুসলিম) * |
67 |
বায়েন (মুসলিম) * |
67 |
পিসিক (মুসলিম) * |
68 |
ভূঁইয়া/বিহুয়া (মুসলিম) * |
68 |
পালান (মুসলিম) * |
69 |
বোরাহ/বারা/বোরা (মুসলিম) * |
69 |
পূর্কাতা (মুসলিম) * |
70 |
গোলি (মুসলিম) * |
70 |
সানা (মুসলিম) * |
71 |
হাটি (মুসলিম) * |
71 |
সারং (মুসলিম) * |
72 |
যাত্রায়া (মুসলিম) * |
72 |
#Omitted |
73 |
খোনডেকার/খনকর (মুসলিম) * |
73 |
সরকার (মুসলিম) * |
74 |
পাহার (মুসলিম) * |
74 |
শাহ (শাহ/সাহাজি) * |
75 |
রাতান (মুসলিম) * |
75 |
তরফদার (মুসলিম) * |
76 |
কালাযুদ্ধ |
76 |
গাভাসকর |
77 |
ত্তা (মুসলিম) * |
77 |
মৌলী (মুসলিম) * |
78 |
খানসামা |
78 |
সেপাই (মুসলিম) * |
79 |
হাওয়াইকার (মুসলিম) * |
79 |
বারাদি (মুসলিম) * |
80 |
খাজোকৃয়া/খাজনকৃয়া (মুসলিম) * |
80 |
দালাল (মুসলিম) * |
81 |
হাজারী (মুসলিম) * |
81 |
হোসেনি গিয়ালা (মুসলিম) * |
|
82 |
খালিশি (মুসলিম) * | |
|
83 |
কিন্নি (মুসলিম) * | |
|
84 |
মুক্তি/মুফতি (মুসলিম) * | |
|
85 |
কালাল/ইরাকি * | |
|
86 |
সারালা/সারওয়ালা (মুসলিম) * | |
|
87 |
বাঘানি (মুসলিম) * | |
|
88 |
ভাণ্ডারি (মুসলিম) * | |
|
89 |
কথক (মুসলিম) * | |
|
90 |
মুদি/মেহেদী (মুসলিম) * | |
|
91 |
সাহানা (মুসলিম) * | |
|
92 |
কাজী/কাজি/কুয়াজি/কোয়াজী (মুসলিম) * | |
|
93 |
কোটাল (মুসলিম) * | |
|
94 |
গুরুং | |
|
95 |
লায়েক (মুসলিম) * | |
96 | খাস | ||
97 | শিডার/শিকদার/শিকদার/সিকদার (মুসলিম) * | ||
*ওসিএস এর মধ্যে মুসলিম সম্প্রদায়কে নির্দেশ
সূত্র: ওয়েস্ট বেঙ্গল সরকার
সংযুক্ত আইন:
সংবিধান (তফসিলি জাতি) অর্ডিন্যান্স, 1950
- পশ্চিমবঙ্গ তফসিলি জাতি উপদেষ্টা পরিষদ আইন, 2017
- পশ্চিমবঙ্গ তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (শনাক্তকরণ) আইন, 1994
- পশ্চিমবঙ্গ তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ( পরিষেবা ও পদে পদ সংরক্ষণ) আইন, 1976
- পশ্চিমবঙ্গ তফসিলি জাতি উন্নয়ন ও অর্থ নিগম আইন, 1976
মামলা :
বীর সিং বনাম দিল্লি জল বোর্ড & ওআরএস। – সুপ্রিম কোর্ট অনুষ্ঠিত:-রাষ্ট্র ‘ এ ‘ একটি তফসিলি জাতি হিসেবে বিজ্ঞাপিত ব্যক্তি ‘ a ‘ কে রাষ্ট্র ‘ এ ‘ একটি তফসিলি জাতি হিসেবে ঘোষণা করা হয় এমন ভিত্তিতে অন্য রাজ্যে একই স্ট্যাটাস দাবি করতে পারে না…… ‘ ‘ [মাননীয় প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি N.V. রামানা, মাননীয় বিচারপতি আর ববনমাথি, মাননীয় বিচারপতি মোহন এম শান্ততানগাউদার, মাননীয় মাননীয় বিচারপতি এস আব্দুল নাজিবের]
আপনি পছন্দ করতে পারেন:
Current Affairs and GK 2019
Categories: Bengali Page