শ্রীকৃষ্ণকীর্তন-বড়ু চণ্ডীদাস- Sree Krishna Kirtan- Bara Chandi Das
০১. জন্ম খণ্ড
(১)
কোড়ারাগঃ॥ যতিঃ॥ দণ্ডকঃ॥
সব দেবেঁ মেলি সভা পাতিল আকাশে।
কংসের কারণে হএ সৃষ্টির বিনাশে॥ ১
ইহার মরণ হএ কমণ উপাএ।
সহ্মেই চিন্তিআঁ বুয়িল ব্রহ্মার ঠাএ॥ ২
ব্রহ্মা সব দেব লআঁ গেলান্তি সাগরে।
স্তুতীএঁ তুষিল হরি জলের ভিতরে॥ ৩
তোহ্মে নানা রূপেঁ কইলেঁ আসুরের খএ।
তোহ্মার লীলা এ কংসের বধ হএ॥ ৪
হেন শুণী ঈসত হাসিআঁ ততিখণে।
ধল কাল দুই কেশ দিল নারায়ণে॥ ৫
এহি দুই কেশ হৈবে বসুলের ঘরে।
হলী বনমালী নাম দৈবকী উদরে॥ ৬
তাহার হাথে হৈবে কংশাসুরের বিনাশে।
হেন বর পাআঁ সব দেব গেলা বাসে॥ ৭
সময় উপেখিআঁ রহিলা দেবাগণ।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ॥ ৮
(২)
বরাড়ীরাগঃ॥ক্রীড়া॥
আয়িলা দেবের সুমতি শুণী।
কংসের আগক নারদ মুনী॥
পাকিল দাঢ়ী মাথার কেশ।
বামন শরীর মাকড় বেশ ॥ ১
নাচএ নারদ ভেকের গতী।
বিকৃত বদন উমত মতী॥ ধ্রু
খণে খণে হাসে বিণি কারণে।
খনে হএ খোড় খোণেকেঁ কানে॥
নানা পরকার করে অঙ্গভঙ্গ।
তাক দেখি সব লোকের রঙ্গ ॥২
লাম্ফ দিআঁ খণে আকাশ ধরে।
খণেকেঁ ভূমিতে রহে চিতরে ॥
উঠিআঁ সব বোলে আনচান।
মিছাই মাথাএ পাড়এ সান ॥ ৩
মেলে ঘন ঘন জীহের আগ।
রাঅ কাঢ়ে যেন বোকা ছাগ॥
দেখিআঁ কংসেত উপজিল হাস।
বাসলী বন্দী গাইল চণ্ডীদাস ॥ ৪॥ ৩
(৩)
বরাড়ীরাগঃ ॥ একতালী ॥
কোণ সুখেঁ কংশ তোর মুখে উঠে হাস।
নাহিঁ জাণ এবেঁ তোঁ আপনার নাশ॥
যে হৈবেক দৈবকীর গর্ব্ভ অষ্টম।
অতি মহাবল সেসি তোহ্মার যম ॥১
কহিলোঁ মোঁ ই সকল তোহ্মার ঠাএ।
এবেঁ মনে গুণী কর জীবন উপাএ॥ ধ্রু
হেন সব শুণী কংস হৈল সচকীত।
সব মন্ত্রি পাত্র লআঁ চিন্তিল হীত॥
এবে হতেঁ দৈবকীর যত গর্ব্ভ হএ।
মানুষ নিয়োজিল মারিবাক তাএ ॥ ২
আসিআঁ নারদ তবেঁ সত্বরে আপণে।
সকল কহিল তত্ব বসুদেব থানে॥
এবে দৈবকীঞঁ যত গর্ব্ভ ধরিব।
পাপ দুঠ্ ঠ কংসে তাক সবই মারিব ॥ ৩
আষ্টম গর্ব্ভ হৈব দেব নারায়ণে।
সেই উপদেশে দিব তোহ্মাক তখণে॥
সেই উপদেশে হয়িব সকল রক্ষণে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে ॥ ৪
(৪)
কহূগুজ্জরীরাগঃ ॥ রূপকঃ ॥
নারদের মুখে শুণী কংস মাহাবীর।
একেঁ একেঁ মাইল ছয় গর্ব্ভ দৈবকীর ॥ ১
সব দেবগণে মেলি সেহি অবসরে।
দুয়ি কেশ নিয়োজিল দৈবকী উদরে ॥ ২
পূর্বেব ছয় গর্ব্ভ তার মায়িল কংশাসুরে।
তাক সুঁঅরী দৈবকী কাঁপে বড় ডরে ॥ ৩
দৈবকী উদরে গেল যে কেশ ধবল।
সেই বলভদ্র নাম অতিশয় বল ॥ ৪
মাএর গর্ব্ভপাত ছল করিআ।
আপণে রহিলা রোহিণী গর্ব্ভ গিআঁ ॥ ৫
যে কৃষ্ণ রহিল দৈবকী উদরে।
সেহি শঙ্খ চক্র গদা শারঙ্গ ধরে ॥ ৬
তাহাক আষ্টম গর্ব্ভ জাণী দৈবকীর।
আবেক্ষণ দিল লোক কংশ মহাবীর ॥ ৭
সুপুরূষ গর্ব্ভ ধরল আনুরূপ।
দিনে দিনে বাঢ়ি গেল দৈবকীর রূপ ॥ ৮
ক্রমে দৈবকীর গর্ব্ভ হৈল দশ মাস।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস ॥ ৯ ॥ ৫
(৫)
কোড়ারাগঃ ॥ লঘুশেখরঃ॥ দণ্ডক॥
বিজয় নাম বেলাতে ভাদর মাসে।
নিশি আন্ধকার ঘন বারি বরিষে ॥
হেন শুভক্ষণে দেব জগন্নাথ হরী।
শঙ্খ চক্র গদা আর শারঙ্গ ধরী॥ ১
রোহিণী আষ্টমী তিথি ল ॥
জরম লভিল কাহ্নাঞিঁ ॥ধ্রু
দেবের প্রাসাদেঁ তবেঁ বসুল জাণিল।
নিন্দে আকুল গোকুলের লোক ভৈল ॥
যশোদার কণ্যা সেই খনে উপজিল।
নিন্দভোলেঁ যশোদাঞঁ তাক না জাণিল ॥ ২
বসুল চলিলা তবেঁ কাহ্ন করি কোলে।
কংশের পহরী না জাণিল নিন্দভোলে ॥
কাহ্ন দেখি বাটত যমুনা থাহা দিল।
পার হআঁ বসুল নান্দের ঘর গেল ॥ ৩
যশোদার কোলে দিআঁ শিশু বনমালী।
বসুল আণিল ঘরে যশোদার বালী॥
তার রাএ কংসের পহুরী চিআইল।
দৈবকীর প্রসব কংশেরে জাণায়িল ॥ ৪
কংশে কণ্যা মায়িল শিলাপাটে আছাড়িআঁ।
কংসকে বুলিলে কণ্যা আকাসে থাকিআঁ ॥
নান্দোঘরে বালা বাঢ়ে তোহ্মা বধিবারে।
শুণী কংসে কৃত্যা কৈল কাহ্ন বধিবারে॥ ৫
প্রথমত কংশে পূতনাক নিয়োজিল।
তনপান ছলে কাহ্ন তাক সংহরিল ॥
তার পাছে যমল আর্জ্জুন পাঠায়িল।
একই প্রহারে কাহ্ন তাহাক ভাঙ্গীল ॥ ৬
কেশি আদি আসুর পাঠাইল আনন্তরে।
তা সব মাইল কাহ্ন বিষম সমরে ॥
হেনমতেঁ গোকুলে বাঢ়িলা দামোদর।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর ॥ ৭
(৬)
কোড়ারাগঃ ॥ একতালী ॥
নীল কুটিল ঘন মৃদু দীর্ঘ কেশ।
তাত ময়ূরের পুছ দিল সুবেশ ॥
চন্দনতিলকেঁ আতি শোভিত কপালে।
দুঈ পাশে লঘু মধ্য তনুত২ বিশালে ॥ ১
সকল দেবের বোলেঁ হরি বনমালী।
আবতার করি করে ধরণীত কেলী॥ ধ্রু
সুরেখ সুপুট নাসা নয়ন কমল।
কামাণ সদৃশ শোভে ভ্রূহিযুগল ॥
ওষ্ঠ আধর যেহ্ন যমজ পোঁআর।
কণ্ণযুগ শোভে যেহ্ন বরুণের জাল ॥ ২
ভুজযুগ করিকর জানুত লুলে।
করঙ্গরুবিন্দ মাল নির্ম্মিত কমলে ॥
মরকতপাট সদৃশ বক্ষস্থল।
ক্ষীণ মধ্য রামরম্ভা জংঘযুগল ॥ ৩
মাণিকরচিত চন্দ্রসম নখপান্তী।
সজল জলদরুচি জিনি দেহকান্তী ॥
বত্তীস রাজলক্ষণ সহিত শরীর।
কংসের বধ কারণ আতি মহাবীর ॥ ৪
নানা মণি অলঙ্কার শোভিত শরীরে।
পীত বসন শোভে বাঁশী ধরে করে ॥
নিতি নিতি বাছা রাখে গিআঁ বৃন্দাবনে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে ॥ ৫
(৭)
ধানুষীরাগঃ॥ লঘুশেখরঃ॥
কাহ্নাঞিঁর সম্ভোগ কারণে।
লক্ষ্মীকে বুলিল দেবগণে ॥
আল রাধা পৃথিবীতে কর আবতার।
থির হঊ সকল সংসার॥ আল রাধা ॥ ১
তেকারণে পদুমা উদরে।
উপজিলা সাগরের ঘরে ॥ ল ॥ আল রাধা॥ ধ্রু
তীনভূবনজনমোহিনী।
রতিরসকামদোহনী॥
শিরীষকুসুমকোঁঅলী।
অদভুত কনকপুতলী॥ ২
দিনে দিনে বাঢ়ে তনু লীলা।
পুরিল যেহেন চন্দ্রকলা॥
দৈবেঁ কৈল কাহ্ন মনে জাণী।
নপুংসক আইহনের রাণী॥ ৩
দেখি রাধার রূপ যৌবনে।
মাঅক বুয়িল আইহনে ॥
বড়ায়ি দেহ এহার পাশে।
গাইল বড়ু চণ্ডীদাসে ॥ ৪
অভিমন্যুজনন্যাহং নিযুক্তা তব রক্ষণে।
রাধে সহ ময়া তেন মুদিতা মথুরাং ব্রজ ॥ ১
ভাগ্যেন মম রক্ষায়ৈ জরতি ত্বং নিযোজিতা।
তদেহি যামি মথুরাং মধুরাচারকোবিদে ॥ ২
০২. তাম্বূল খণ্ড
(১)
গুজ্জরীরাগঃ॥একতালী ॥
দধি দুধেঁ পসার সজাআঁ।
নেতা বাস ওহাড়ন দিআঁ ॥ ল রাধা
সব সখিজন মেলি রঙ্গে।
একচিত্তে বড়ায়ির সঙ্গে ॥ ল রাধা ॥ ১
নিতি জাএ সর্ববাঙ্গসুন্দরী।
বনপথে মথুরা নগরী ॥ ল রাধা ॥ ধ্রু
এক দিনে মনের উল্লাসে।
সখি সমে রস পরিহাসে ॥
আগু গেলি সত্বর গমনে।
বড়ায়িক না করী যতনে ॥ ২
বকুলতলাত গোআলী।
বড়ায়ির পন্থ নেহালী ॥
বসিলী মাথাত দিআঁ হাথে
বড়ায়ি চলিলী আন পথে ॥ ৩
রাধিকা গুণিআঁ মনে মনে।
বড়াইর বিলম্ব কারনে ॥
বন মাঝেঁ পাইল তরাসে।
গাইল বড়ু চণ্ডীদাসে ॥ ৪
(২)
পাহাড়ীআরাগঃ ॥ ক্রীড়া ॥
রাধিকা হারাআঁ বড়ায়ি বুলে থানে থানে।
ভালমনে পথক না দেখে নয়নে ॥
নাতিনীর মোহে বড়ায়ি মনে বিমরিষে।
কমণ উপায় করোঁ জাওঁ কোন দিশে ॥ ১
পথ হারাইল বড়ায়ি মাঝ বৃন্দাবনে।
দৈবে সে জাণএ যার যেহেন ঘটনে ॥ ধ্রু
মনেত গুনেত বড়ায়ি আধিক তরাসে।
কথাঁ গিআঁ পাওঁ মোএঁ রাধার উদ্দেশে ॥
একসরী হৈলোঁ মোএঁ হেন ঘোর বনে।
রাধিকা এড়িআঁ আজি জীবোঁ কেনমনে ॥ ২
কথো দুর পথ গিআঁ দেখিল বড়ায়ি।
বৃন্দাবন মাঝে চরে শতসংখ্য গাই॥
তাক দেখি বড়ায়ির মনেত হরিষে।
এহা রাখোআল পুছোঁ রাধার উদ্দেশে ॥ ৩
হেন মনে গুণী বড়ায়ি গেলান্তি তথাঞিঁ।
দেখিল লগুড় করে নাতিআ কাহাঞিঁ ॥
হরিষে মেলিলী বড়ায়ি তাহার পাশে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪
(৩)
পাহাড়ীআরাগঃ ॥ চিত্রক লগনী ॥ একতালী ॥
আচম্বিত বুঢ়ী দেখি বৃন্দাবন মাঝে।
বিনয় করিআঁ পুছন্তি দেবরাজে ॥ ১
কথাঁ হৈতেঁ আইলা তোহ্মে কিবা তোর কাজে।
একলী বুলসি কেহ্নে বৃন্দাবন মাঝে ॥ ২
গোঠে হৈতেঁ আসি আহ্মি বুঢ়ী গোআলিনী।
আগুত চলিলী মোর সুন্দরি নাতিনী ॥ ৩
পাছে পাছে জাইতেঁ পথ হারাইল আহ্মি।
মথুরার পথ পুতা কহিআঁ দেহ তুহ্মি ॥ ৪
সঙ্গে কেহ্নে লআঁ ধুল নাতিনিখানী।
কথাঁ তাক হারাইলেঁ কহ তত্ববাণী ॥ ৫
কি নাম তাহার কেহেন তার রূপ।
আহ্মার থানত বুঢ়ী কহিআর সরূপ ॥ ৬
দধি বিকে জাইতেঁ সঙ্গে মথুরা নগরী।
বৃন্দাবনে হারাইলোঁ ত্রৈলোক্যসুন্দরী ॥ ৭
নাতিনী হারাইলোঁ নামে চন্দ্রাবলী।
কোঁঅলী পাতলী বালী সুন বনমালী ॥ ৮
সরূপ কহিবোঁ তবেঁ মথুরার পথ।
যে কাজ বোলোঁ তোহ্মাক তাত কর সত ॥ ৯
বোলা এক বোলোঁ তোক যবেঁ ধর মনে।
তবেঁসি করিবোঁ তোর রাধা দরশনে ॥ ১০
তোঁ মোর নাতি যেহ্ন দুঅজ পরাণ।
তোহ্মার বোলত আহ্মে না করিব আন ॥ ১১
সত্যেঁ সত্যেঁ করিবোঁ মো তোহ্মার বচন।
যবেঁ আন করোঁ তাক বধওঁ বাহ্মণ ॥ ১২
উদ্দেশ বুলিব যবেঁ রাধিকার আহ্মে।
তবেঁ ভালমতেঁ তার রূপ কহ তোহ্মে ॥ ১৩
কাহ্নের বচনে বড়ায়ি পাইল হরিষে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ১৪
(৪)
গুজ্জরীরাগঃ ॥ রুপকং ॥
কেশপাশেঁ শোভে তার সুরঙ্গ সিন্দুর।
সজল জলদে যেহ্ন ঊইল নব সূর॥
কনককমলরুচি বিমল বদনে।
দেখি লাজে গেলা চান্দ দুঈ লাখ যোজনে ॥ ১
মুনিমনমোহিনী রমণী আনুপামা।
পদুমিনী আহ্মার নাতিনী রাধানামা ॥ ধ্রু
ললিত আলকপাঁতিকাঁতি দেখি লাজে।
তমালকলিকাকুল রহে বনমাঝে ॥
আলস লোচন দেখি কাজলে উজল।
জলে পসি তপ করে নীল উতপল ॥ ২
কন্ঠদেশ দেখিআঁ শঙ্খত ভৈল লাজে।
সত্বরে পসিলা সাগরের জলমাঝে॥
কুচযুগ দেখি তার আতি মনোহরে।
আভিমান পাআঁ পাকা দাড়িম বিদরে ॥ ৩
মাঝা খিনী গুরুতর বিপুল নিতম্বে।
মত্ত রাজহংস জিণী চলএ বিলম্বে ॥
দিনে দিনে বাঢ়ে তার নহুলী যৌবন।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ ॥ ৪
(৫)
দেশাগরাগঃ ॥ রুপকং ॥ অথবা,কানড়া ॥যতিঃ
তোর মুখে রাধিকার রূপকথা সুনী।
ধরিবাক না পারোঁ পরাণী ॥ বড়ায়ি ল
দারুন কুসুমশর সুদৃঢ় সন্ধানে।
আতিশয় মোর মন হানে ॥ বড়ায়ি ল ॥ ১
পরাণ আধিক বড়ায়ি বোলোঁ মো তোহ্মারে।
রাধিকা মানাআঁ দেহ মোরে ॥ ধ্রু ॥
কুসুমিত তরুগণ বসন্ত সমএ।
তাত মধুকর মধু পীএ ॥
সুসর পঞ্চম শর গাএ পিকগণে।
তেকারণে থীর নহে মনে ॥ ২
আতিশয় বাঢ়ে মোর মদনবিকার।
তাত কর মোর উপকার ॥
এ থানক আইলা বড়ায়ি আহ্মার ভাগে।
মোর কাজ তোহ্মাত লাগে ॥ ৩
একবার মোর তোহ্মে কর উপকার।
আহ্মে দেব সংসারের সার॥
রাধিকা মানাআঁ বড়ায়ি পুর মোর আশ।
বাসলী বন্দী গাইল চণ্ডীদাস ॥ ৪
(৬)
আহেররাগঃ ॥ লঘুশেখরঃ ॥
আহ্মে তোর বড়ায়ি তোহ্মে মোর নাতী।
চিন্তিবোঁ তোহ্মার হিত পরাণশকতী ॥
তোহ্মার আন্তরে তাক করিবোঁ শকতী।
আয়র মানায়িবোঁ করী আশেষ যুগতী ॥
বোলহ সুন্দর কাহ্ন রাধার উদ্দেশে।
তথাঁ গেলেঁ তোর কাজ সাধিবোঁ হরিষে ॥ ধ্রু
এ সব কাজের আহ্মে জাণিএ প্রবন্ধ।
এতেকেঁ তোহ্মার তার হৈব নেহাবন্ধ ॥
পরাণ দিবাক পারোঁ তোহ্মার বচনে।
এ কাজ সাধিবো আহ্মে করিআঁ যতনে ॥ ২
আযোড় যোড়ন আহ্মে করিবাক পারী।
সে কি রাধিকা ভৈলী সীতা সতী নারী ॥
আহ্মার হাথত দেহ কিছু ফুল পানে।
তাক লআঁ জাই আহ্মে রাধিকার থানে ॥
বিলম্ব না কর বোল রাধার উদ্দেশে।
আর কিছু দেহ কাহ্নাইঁ উত্তম সন্দেশে ॥
ঝাঁট করি জাই আহ্মে রাধার উদ্দেশে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪
(৭)
পাহাড়ীআরাগঃ ॥ ক্রীড়া ॥ লগনী প্রকীণ্ণক ॥
কথা খানি খানি কহিল বড়ায়ি
বসিআঁ রাধার পাশে।
কর্পূর তাম্বুল দিআঁ রাধাক
বিমুখ বদনে হাসে ॥ ল বড়ায়ি ॥ ১
কহির কপুর তাম্বুল বড়ায়ি
কহির নেত পাটোল।
নেআলী মাহলী আওর নানা ফুল
কে দিআঁ পাঠাইলে মোর ॥ ল বড়ায়ি ॥ ২
আইস রাধা কহোঁ তোহ্মারে
কৃষ্ণের পাঁচ আবথা।
বিরহ জরেঁ তেহেঁ জরিলা
পাঠাইল তোহ্মা বেথাঁ ॥ ল রাধা ॥ ৩
এ বোল সুণিআঁ নাগরী রাধা
হাণএ সকল গাএ।
যত নানা ফুল পান করপুর
সব পেলাইল পাএ ॥ ৪
উঠিআঁ বড়ায়ি রাধাক বুইল
হেন কাম না করিএ।
নান্দের নন্দন ভুবন বন্দন
তোর দরশনে জীএ ॥ ৫
ঘরের সামী মোর সর্ব্বাঙ্গে সুন্দর
আছে সুলক্ষণ দেহা।
নান্দের ঘরের গরু রাখোআল
তা সমে কি মোর নেহা ॥ ৬
যে দেব স্মরণে পাপ বিমোচনে
দেখিল হএ মুকতী।
যে দেব সনে নেহা বাঢ়াইলেঁ
হএ বিষ্ণুপুরে স্থিতী ॥ ৭
ধিক ঝাউ নারীর জীবন
দহেঁ পসূ তার পতী।
পর পুরুষের নেহাএঁ যাহার
বিষ্ণুপুরে হএ স্থিতী ॥ ৮
নাগর শেখর নান্দের সুন্দর
উপেখিল মতিমোষে।
বাসলীচরণ শিরে বন্দীআঁ
গাইল বড়ু চণ্ডীদাসে ॥ ৯
(৮)
কোড়ারাগঃ ॥ রুপকং ॥
আহ্মার কোমল দেহে।
না জাণো দূতী পরপুরুষের নেহে ॥
সরূপেঁ তোরে কহিলোঁ।
আল হের প্রতিজ্ঞা করিলোঁ।
প্রথম যৌবন মোএঁ বঞ্চিলোঁ ॥ ১
না বোল না বোল দূতী নাএ।
আবালী রাধা নহোঁ সুরতী যোগে ॥ ধ্রু
পান আনি নিজ দোষে।
ফল পাইবেঁ মোর রোষে।
ধূর্ত্ত কাহ্নাই না বুঝে সে মতিমোষে ॥
ক্ষেমা করু কাহ্ন মণে।
ধরুক মোর বচনে।
যবেঁ না মরিবে রাধা রস ণিরকারণে ॥ ২
না বুঝোঁ রঙ্গ ধামালী।
না জাণো সুরতী কেলী।
বাহুড়িআঁ চল সে নিষধ বনমালী ॥
জৈসাণে রতি জাণিবোঁ ৫।
তেসাণে কাহ্ন আণিবোঁ।
সুরতী সম্ভোগে সকল রাতী পোহাইবোঁ ॥ ৩
দেখি তোহ্মাক আজলী।
পর কাজে তোঁ বিকলী।
তেসিঁ না বুঝসি আহ্মে বালী ॥
বোল গিআঁ কাহ্ন পাশে।
ছাড়ু সুরতীর আশে।
গাইল বড়ু চণ্ডীদাসে ॥ ৪
(৯)
দেশাগরাগঃ ॥ যতিঃ ॥
আজি রজনীত বড়ায়ি দেখিলোঁ সপনে।
রাধা সিআঁ বসিলী শয়নে ॥ বড়ায়ি ল
তখনে হৃদয়ে মোর বেধিল মদনে।
বুইলোঁ পরিহাস বচনে ॥ বড়ায়ি ল ॥ ১
না জীবোঁ না জীবোঁ বিণি রাধা দরশনে।
সরূপেঁ কহিলোঁ তোর থানে ॥ ধ্রু
নীল জলদ সম চিকণ চিকুরে।
বদন সংপুন শশধরে ॥
বচন ঝরএ তার আমৃতের ধার।
তাক বড় লোভ আহ্মার ॥ ২
হাথ দিআঁ দেখ বড়ায়ি মোর কলেবরে।
জত বড় উপজিল জরে ॥
এত দুখ বড়ায়ি মোর পরাণ না সহে।
মরোঁ হের রাধার বিরহে ॥ ৩
বারেক করাহ যবেঁ রাধা দরশনে।
তবেঁ রহে আহ্মার জীবনে ॥
এহা জাণী ঝাঁট চল রাধিকার পাশে।
গাইল বড়ু চণ্ডীদাসে॥
(১০)
রামগিরিরাগঃ ॥ রূপকং ॥
এত কালে বুঢ়ী তোর কেহ্নে হেন মন।
ভাল বুলিবে তোরে শুণী কোন জন ॥
আদি আন্ত এখো বোল না বোলসি ভাল।
মারিবোঁ পরাণে তোকে জানাআঁ গোআল ॥ ১
দারুণী বুঢ়ী তোর বাপেত নাহিঁ লাজ।
তেকারণে মোক বোলসি হেন কাজ ॥ ল ॥ ধ্রু
বার বার না বুলিহ হেনক উত্তর।
সামী দুরুবার মোর নহোঁ সতন্তর ॥
মো যবেঁ জাণোঁ তোর হেন দুষ্ট মতী।
তবেঁ কেহ্নে আসিবোঁ মো তোহ্মার সংহতী ॥ ২
তোঁ মোর বড়ায়ি মোঁ তোর নাতিনী।
এবেঁসি তোহ্মার মুখে শুণী হেন বাণী ॥
আর যবেঁ বোল মোরে হেন পরিহাস।
আবসি করিবোঁ তবেঁ তোহ্মার বিনাশ ॥ ৩
এহা গুআ পান তোহ্মে আপণেই খাহা।
আপণাক চিহ্নিআঁ কাহ্নের থান যাহা ॥
এহা বুলী বড়ায়িক চড়ে মাইল রোষে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥
(১১)
বরাড়ীরাগঃ ॥ রূপকং ॥
তোহ্মার আন্তরে কাহ্নাঞিঁ করিলোঁ যতনে।
আনেক প্রকারেঁ তাক বুলিলোঁ বচনে ॥
তাহাত মুগধী রাধা না পাতিল কানে।
পাএ পেলাইল তোর সব গুআ পানে ॥ ১
কাহ্নাঞিঁ।
চড়েঁ মাইলে রাধা মোরে দেখ বিদ্যমানে।
এত আপমান সহে কাহার পরাণে ॥ ধ্রু
আওর বুইল তোক যত বীরদাপ।
তাক সোঁঅরিতেঁ মোর মনে বাঢ়ে তাপ ॥
এখোহি না রাখিলেক তোর মাঅ বাপ।
কোপেঁ গরজিলী রাধা যেন কালসাপ ॥ ২
তীন ভুবনে নাহিঁ হেন আছিদরী।
হাণে কুলে এখো নাহিঁ পাটাবুকী তিরী॥
তোহ্মার কারণে মোরে যত দিল দুখ।
পালটি না দেখোঁ আর তাহার মুখ ॥ ৩
নিতি নিতি দধি বিকে মথুরাক জাএ।
তাক দুখ দিতেঁ কিছ চিন্তহ উপাএ ॥
তবেঁসি মনের মোর দুখ পালাএ।
বাসলী শিরেঁ বন্দী চণ্ডীদাস গাএ ॥ ৪
(১২)
দেশাগরাগঃ ॥ রূপকং ॥
বড়ায়ি ল।
কদলের তলে বসী যমুনার তীরে
দান ছলেঁ রাখিবোঁ রাধারে।
বড়ায়ি ল।
লুড়িআঁ সব পসার খাইবোঁ দধি তাহার
কাঢ়ী লৈবোঁ সাতেসরী হারে ॥ ১
বড়ায়ি ল।
বাটেত সৃজিআঁ দান করি তার আপমান
তোর মোর সাধিব মান ॥ ধ্রু
বড়ায়ি ল।
ধরিহ মোর যুগতী রাধার হআঁ সংহতী
চলি জাইহ মথুরার হাটে।
আহ্মাক রুষ্ট বচনে তোষিহ রাধার মনে
আহ্মে যবেঁ রোধিব বাটে ॥ ২
ছাড়াইবেঁ তার ক্ষীর কাঞ্চুলী করিবোঁ চীর
হাথ দিবোঁ তাহার তনে।
তোর আনুমতী লআঁ বলে রাধাক ধরিআঁ
লআঁ যাইবোঁ মাঝ বৃন্দাবনে ॥ ৩
পাছেত মদনবাণে হাণিআঁ তাক পরাণে
রহিবোঁ ধরি মুনিবেশে।
বসি তোহ্মে তার পাশে করিহলি ঊপহাসে
গাইল বড়ু চণ্ডীদাসে ॥ ৪
০৩. দান খণ্ড
(১)
গুজ্জরীরাগঃ॥ ক্রীড়া ॥ লগনী ॥
সুন্দরি রাধা সুণ সমুখে
পুছো মোএঁ হৃষীকেশে।
কথাঁ না বসসি কথাঁ তোর ঘর
জাইবেঁ কোমণ দেশে ॥ ল রাধা ॥ ১
গোকুলে থাকোঁ মো গোআল জাতী
তোহ্মে না পুছহ কিকে।
ষোল শত গোপী পসার সাজিআঁ
মথুরা জাওঁ মো বিকে ॥২
ওলাহা রাধা মাথার চুপড়ী
দেখোঁ মো তোহ্মার পসারা।
কোণ বথু লআঁ জাহা মথুরা
তাহার দেহ বিচারা ॥ ৩
ঘৃত দধি দুধ আওর ঘোল
এ সব মোর পসারা।
তোহ্মে না কমণ কারণে কাহ্নাঞিঁ
চাহ এহার বিচারা ॥ ৪
তোএঁ না জাণসি মোএঁ মাহাদাণী
এ দান সব আহ্মারে।
ভাণ্ডে ষোল পণ দিআঁ মাহাদান
চল মথুরা নগরে ॥ ৫
বিথর কালে বিথর শুণী
হেন বিপরীত বাণী।
আনেক সমএ মথুরার পথে
ঘৃত দুধে মাহাদাণী ॥ ৬
আজলী রাধা তোঁ আবালী বড়ী
হের পাঞ্জী পরমাণে।
আপণ চিহ্নিআঁ দিআঁ যাহা দান
রাখহ আপন মাণে ॥ ৭
(এই খানে মূল পুথিতে একখানি পৃষ্ঠা নাই)
..মাহাদাণী এতকালে শুণী
হেন আচরিজ বাণী।
তোর বাপ মাএ লাজ নাহি তাএ
শুণ দেব চক্রপাণী ॥ ১৬
ক্রোধে কাহ্নাঞি রাধার আঞ্চলে
ধরি মনে মনে হাসে।
বাসলীচরণ শিরে বন্দীআঁ
গাইল বড়ু চণ্ডীদাসে ॥ ১৭
(২)
আহেররাগঃ ॥ একতালী ॥
বাটদান হাটদান লইলোঁ রাজঘরে।
তেকারণে আইলোঁ মোএঁ যমুনার তীরে॥
নিতি নিতি যাহা তোহ্মে মথুরা নগরে।
সব সুবিধান দান দেহ ত আহ্মারে ॥ ১
দিবেহেঁ দধির দাণ সুনহ গোআলীনী ॥
কংসের বিষএ আহ্মে হইএ মাহাদাণী ॥ ল ॥ ধ্রু
দেহ দধি ঘৃত দান যত হএ লেখে।
পসারের দান দিআঁ যাহা একে একে ॥
অভরস না কর সত্য আহ্মে বুইল।
তোহ্মার কারণে আহ্মে মাহাদাণ লইল ॥ ২
আহ্মার বচন তোহ্মে শুন শশিমুখী।
নেহত লাগিআঁ শত পঞ্চাস উপেখী ॥
এহা জাণী মোকে দেহ আলিঙ্গন দানে।
আপণ গৌরব রাধা রাখহ আপণে ॥ ৩
লেখা করে কাহ্নাঞিঁ আপণে খড়ী পাড়ী।
বাকী ভৈল রাধা তোতে নব লক্ষ কড়ী ॥
হএ নহে রাধা আপণে লেখা কর।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর ॥ ৪
(৩)
রামগিরীরাগঃ ॥ আঠতালা ॥
এহে।
সকল বএসে মোর এগার বরিষে।
বারহ বরিষের দান চাহ মোর কিসে॥
এতেকেঁ বুঝিল তোর কাজে ভাষ।
লোক সুণিলে তোকে হৈব উপহাস ॥ ১
পন্থ ছাড়ি দেহ কাহ্নাঞিঁ বিরোধ না কর।
তোর পুণ্যেঁ জাওঁ বিকে মথুরা নগর ॥ ধ্রু
নাগরশখর তোহ্মে নামে বনমালী।
তোর যোগ নহোঁ মোএঁ আতিশয় বালী ॥
আধিক পীড়এ যবেঁ ভুখিল ভষলে।
তভোঁ নাহি পাএ মধু কমলমুকুলে ॥ ২
বড়ার বহুআরী আহ্মে বড়ার ঝী।
মোর রুপ যৌবনে তোহ্মাতে কী ॥
দেখিল পাকিল বেল গাছের উপরে।
আরতিল কাক তাক ভখিতেঁ না পারে ॥ ৩
রতিকথা সখিমুখে না শুণীলোঁ কানে।
বারেক রাখহ কাহ্নাঞিঁ আহ্মার সমানে ॥
চরণে ধরোঁ তোর দেব নারায়ণ।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ ॥ ৪
(৪)
মালবরাগঃ ॥ রূপকং ॥ লগনী ॥
তোর রূপ দেখি মোর চিত নহে থীর।
প্রাণ যেহ্ন ফুটি জাএ বুক মেলে চীর ॥ ১
যার প্রাণ ফুটে বুকে ধরিতেঁ না পারে।
গলাত পাথর বান্ধী দহে পসী মরে ॥ ২
তোহ্মে গাঙ্গ বারানসী সরুপেসিঁ জাণ।
তোহ্মে মোর সব তীত্থ তোহ্মে পুণ্যস্থান ॥ ৩
এ বোল বুলিতে কাহ্ন না বাসসি লাজ।
তোহ্মার মাঊলানী আহ্মে শুণ দেবরাজ ॥ ৪
হইএ আহ্মে দেবরাজ তোহ্মে মোর রাণী।
মিছাই সম্বন্ধ পাত ভাগিনা মাঊলানী॥৫
এ বোল বুলিতে তোর মণে বড় সুখ।
পরঘর পইসে যেহ্ন চোর পাটাবুক ॥ ৬
ভাল বোল বুলিলি তোঁ চন্দ্রাবলী রাণী।
আহ্মার মণের কথা কহিলেঁ আপুণী ॥ ৭
বিরহে পুড়িআঁ কাহ্ন হাকল বিকল।
জরুআ দেখিআঁ যেহ্ন রুচক আম্বল ॥ ৮
জাইবার বাসনা তোহ্মে ছাড়হ গোআলী।
গাইল বড়ু চণ্ডীদাস বন্দীআঁ বাসলী ॥ ৯
(৫)
কোড়ারাগঃ ॥ দণ্ডক ॥
সতীত্বং তব বিজ্ঞাতং রাধিকে বদ মাধিকং।
অধুনা মম দানস্য গণনায়াং মনঃকুরু॥
হাথে খড়ী করী বোলোঁ মো কাহ্ন।
আইস ল রাধা লেখা করি দান ॥ ১
আহুঠ হাথ কলেবর তোর।
দুই কোটি দান তাহাত মোর ॥ ২
মাথাত কুসুমমাল রচনে।
এহাত আহ্মার লক্ষক দানে ॥ ৩
চামর জিনিআঁ চিকুর তোরে।
এহার দান দুঈ লাখ মোরে ॥ ৪
সিসের সিন্দূর ভূবন মোহে।
এহার দান তিন লক্ষ হএ ॥ ৫
নির্ম্মল শশি তোর মুখ দেখোঁ।
এহার দান চারি লাখ লাখোঁ ॥ ৬
নীল উপতল তোর নয়নে।
এহাত মোর পাঞ্চ লাখ দানে ॥ ৭
গরুড় সমান তোহোর নাশা।
এহাত ছয় লক্ষ দানের আশা ॥ ৮
শ্রবণে কুণ্ডল শোভএ তোরে।
এহার দান সাত লক্ষ মোরে ॥ ৯
মাণিক জিণিআঁ দশন শোহে।
এহার দান আঠ লাখ নহে ॥ ১০
বিম্বফলতুল তোর আধরে।
নব লক্ষ দান তাত আহ্মারে ॥ ১১
কণ্ঠদেশ তোর কম্বু সমানে।
দশ লক্ষ হএ এহাত দাণে ॥ ১২
বাহু মৃণাল কমল করে।
এগার লক্ষ দান তাহারে ॥ ১৩
নখপাঁতি তোর চন্দ্রিকা জিণে।
বার লক্ষ হএ এহার দানে ॥ ১৪
শ্রীফলযুগল তোহোর তনে।
এহার দান তের লক্ষ ধনে ॥ ১৫
ত্রিবলি মাঝা বাএ হালে তোরে।
চৌদ লক্ষ দান এহাত মোরে ॥ ১৬
উরু তোর রামকদলী সমানে।
পঞ্চদশ লক্ষ এহার দানে ॥ ১৭
পদযুগ থলকমল আকারে।
ষোল লক্ষ দান তাহাত আহ্মারে ॥ ১৮
হেম পাট জিণি তোহোর জঘনে।
চৌষাঠ লাখ তাত মোর দানে ॥ ১৯
বিণি দান দিআঁ নাহিঁ গমনে।
বোলে দামোদর সত্য বচনে ॥ ২০
মাসাএ বন্দিআঁ বাসলীপাএ।
আনন্ত বড়ু চণ্ডীদাস গাএ ॥ ২১
(৬)
মালবরাগঃ ॥ একতালী ॥
দুরুবার কংস নরপতী।
এহা জাণী ছাড়হ বিমতী ॥
যবেঁ তোরে মারিহে পরাণে
তবেঁ তোক রাখিব কোণ জনে ॥ ১
ছাড়হ আহ্মার থান।
আবিচারে হারায়িবি পরাণ ॥ ধ্রু
হইএ আইহন গোআলী।
যবেঁ বল করে বনমালী ॥
রাজা আগেঁ করিবো গোহারী।
তবেঁ তোক লআঁ যাবোঁ ধরী ॥ ২
হআঁ কাহ্ন বড়ার পো।
ভালো কাম না করসি তোঁ ॥
মতিমোষে মোকে কর বল।
ভুজিবি তোঁ লিখিত ফল ॥ ৩
না শুণিলি পুরাণ কথা।
না জাণসি ধরমবেবথা ॥
দান সাহ পরনারী আশে।
গাইল বড়ু চণ্ডীদাসে ॥ ৪
(৭)
মালবরাগঃ ॥ যতিঃ ॥ দণ্ডকঃ ॥
নীল জলদ সম কুন্তলভারা।
বেকত বিজুলি শোভে চম্পকমালা ॥ ১
শিশত শোভএ তোর কামসিন্দূর।
প্রভাত সমএ যেন উয়ি গেল সূর ॥ ২
ললাটে তিলক যেহ্ন নব শশিকলা।
কুণ্ডলমণ্ডিত চারু শ্রবণযুগলা ॥ ৩
নাসা তিলফুল তোর আতী আনুপামা।
গণ্ডস্থল শোভিত কমলদল সমা ॥ ৪
নয়নযুগল শোভে যেহেন খঞ্জনে।
ঈসত কটাক্ষে মোহে মুনিমনে ॥ ৫
বিম্বফল জিণী তোর আধরের কলা।
মাণিক জিণিআঁ তোর দশন উজলা ॥ ৬
কন্ঠ কম্বুসম কুচ কোকযুগলা।
বাহু মৃণাল কর রাতা উতপলা ॥ ৭
কনকচম্পক সম শোভে কলেবরা।
মাঝা দেখি সিংহ গেলা পর্ব্বতকুহরা ॥ ৮
নাভি গভীর তোর প্রেয়াগ উপামা।
উরুমুগ রামকদলীতরুসমা ॥ ৯
মন্থর গমনে যাসি ভাঁগিবার ডরে।
তা দেখিআঁ বনবাস লৈল করীবরে ॥ ১০
অমরপুরত নাহিঁ হএ হেন রামা।
বিধি কৈল জঙ্গমে কনকপ্রতিমা ॥ ১১
দেবাসুরেঁ মহোদধি মথিল তোহ্মারে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবরে ॥ ১২
(৮)
আরেরহাগঃ ॥ লঘুশেখরঃ ॥
জীবার আন্তরে কাহ্নাঞিঁ হৈলা মাহাদানী।
দান ছাড়ী পরনারী কিসক বাখানী ॥
সকল বেভার তোর দেখি বিপরীতে।
কোণ গুরু শিখাইল হেনক চরিতে ॥ ১
ছারহ বিবুধি কাহ্নাঞিঁ সুণ মোর বোল।
দধি দুধ নঠ মোর আর ঘৃত ঘোল ॥ ধ্রু
কালী তোর মুখে দিল যশোদাএঁ তনে।
আজি দানী হআঁ মোরে মাঙ্গ মাহাদাণে ॥
হেন আলাগন কথা শুণী কোণ রাজে।
তোহ্মার মুখত কাহ্নাঞিঁ নাহিঁ কিছু লাজে ॥ ২
এ বার বরিষ মোর তের নাইঁ পূরে।
এহা দেখি রসত মন কর দূরে ॥
রুপস শরীর মোর কিছু নাহিঁ কাজ।
কেতকী কুসুম যেন ধুলীএঁ সাজ ॥ ৩
গোআল জাতী আহ্মে জাই এ দধি বিকে।
কাজ বিণি কাহ্নাঞিঁ রহাঅসি কিকে ॥
ঘুচাহ কচাল কাহ্নাঞিঁ তেজ মোর আশে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪
(৯)
কোড়ারাগঃ ॥ একতালী ॥
হংস রএ সরোঅরে শুআহো পাঞ্জরে
কুয়িলী সে নন্দনবনে।
একে একেঁ সখিজন সহ্মাক বোলাইলোঁ
না পাইলোঁ তোহ্মার বচনে ॥ ১
বালি যাইবে ল আহ্মা উপেখিআঁ।
এড়িতেঁ না ফুরে মন যৌবন দেখিআঁ ॥ ধ্রু
সোনার কটুআ দুটি মাণিকে পুরাআঁ।
নেত বসন তাত ওহাড়ন দিআঁ ॥
আহ্মা ভাণ্ডী লআঁ যাহ আমূল ভাণ্ডার।
কাঞ্চুলী ঘুচাআঁ লৈবোঁ তাহার বিচার ॥ ২
সংপুন পুনমীচাঁদ তোহ্মার বদন।
কাঞ্চ হলদি যেন তোহ্মার বরণ ॥
আকাইলেক কেশ তোর মুঠিএক মাঝা।
তোর রূপেঁ মোহো গেলা ত্রিদশের রাজা ॥ ৩
তোর মুখে দেখি রাধা খাণিএক হাস।
দেখোঁ দশনের যুতী চন্দ্র পরকাশ ॥
ছাড়হ বিমতী রাধা দেহ আলিঙ্গন।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ ॥ ৪
(১০)
মল্লাররাগঃ ॥ রূপকং ॥ লগনী ॥
আরে ভৈরবপতনে গাঅ গড়াহলি গিআঁ।
গঙ্গাজলে পৈস গলে কলসি বান্ধিআঁ ॥
হেন যদি কর কাহ্নাঞিঁ আহ্মার বচনে।
তবেঁ তোর হএ পাপ সাগর মোচনে ॥ ১
বিচারিআঁ চাহ কাহ্নাঞিঁ আগম পুরাণে।
কত পাপ হএ কৈলেঁ পরদার মনে ॥ ধ্রু
তোর দুই উরু রাধা ভৈরবপতনে।
নিকটে থাকিতেঁ দূর জাইবোঁ কি কারণে ॥
তোর দুঈ কুচকুম্ভ বান্ধি নিজ গলে।
বোল রাধা পৈসোঁ মো লাবণ্যগঙ্গাজলে ॥ ২
সুন সুবদনী রাধা আইহনের রাণী।
পাপের খণ্ডনবুধী আহ্মে ভালে জাণী ॥ ধ্রু
কিছু না বুঝছি কাহ্নাঞিঁ ধরম বেবথা।
আন বুলিতেঁ আন পাতসি কথা ॥
বুঝিল কাহ্নাঞিঁ বুঝিল তোহ্মার মন।
তোহ্মা হেন পৃথিবীতে নাহিঁক টেটন ॥ ৩
বিরোধ না কর কাহ্নাঞিঁ জাইতেঁ দেহ ঘর।
বিহাণ আইলাহোঁ ভৈল তিঅজ পহর ॥ ধ্রু
আহ্মার বচন রাধা সুন পরমান।
বিণি রতি পাইলেঁ তোক না এড়িবে কাহ্ন ॥
এআ জাণী বৈশ রাধা আহ্মার পাশে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪
আহ্মার পাশক রাধা আইস সত্বরে।
নহেত বান্ধিআঁ থুইবোঁ দানের আন্তরে ॥ ধ্রু
(১১)
পাহাড়ীআরাগঃ ॥ রূপকং ॥
নিশম্য কৃষ্ণবচনং রাধিকাধিমতী সতী।
বেপমানতনুস্তন্বী জগাদ জরতীমিদং॥
পাখি জাতি নহোঁ বড়ায়ি ঊড়ী পড়ি যাওঁ।
যথাঁ সে কাহ্নাঞিঁর মুখ দেখিতেঁ না পাওঁ ॥
হেন মনে করে বিষ খাআঁ মরি জাওঁ।
মেদনী বিদার দেঊ পসিআঁ লুকাওঁ ॥ ১
সরূপেঁ মরিবোঁ তবেঁ শুণহ বড়ায়ি।
পন্থে বল করে যবেঁ আবাল কাহ্নাঞিঁ ॥ ধ্রু
দধি খাএ ভাণ্ড ভাগেঁ দুধে দেয়ি পাণী।
সমুন্ধ না মানে সে ভাগিনা মাঊলানী ॥
তিন লোক খাআঁ বোলে আহ্মার গোআলী।
জগজনে বোলে সে ভাগিনা বনমালী ॥ ২
শিশু হেন দেখি কাহ্ন বড় কাজ করে।
এড় এড় বুলিতেঁ আধিকেঁ করে ধরে॥
তার বোল বুলিতেঁ সব গাঅ বিষ জলে।
নান্দো যশোদার পোঅ পন্থে বল করে ॥ ৩
আতিবড় দুরুজন বাটত কাহ্ন।
বার বরিষের মোকেঁ মাঁগে মাহাদান ॥
দাণ ঘাটের কাহ্ন এড়ু পতিআশে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪
(১২)
পাহাড়ীআরাগঃ ॥ ক্রীড়া ॥
বিচিত্র খোঁপার উপরেঁ রাধা
পুষ্প তোর শোভে মাথে।
কণ্ণের কুণ্ডল রতনে উজল
তোর মুখ নিশানাথে॥
শিশের সিন্দুর সুরেখ শোভে
আর দশনের যুতী॥
বন্ধুলী জিণিআঁ তোহ্মার আধর
গিএ শোভে গজমতী ॥ ১
রাধে দাণের কর সুসারে।
পালাইলেঁ দান এড়ান না জাএ
পাইলে মুল আফারে ॥ ধ্রু
বারেঁ বারেঁ যাহা দধি দুধ লআঁ
পালাইআঁ আন পথে।
দৈবযোগেঁ আসি এবার রাধা
পড়িলা আহ্মার হাথে ॥
একবারেঁ তোর সব দান লৈবোঁ
আর খাইবোঁ দধী।
আহ্মে জগন্নাথ ত্রিদশ ঈশর
তোহ্মে নাহিঁ জন সুধী ॥ ২
বাহু যুগ তোর কনক মৃণাল
কুচ উলট কটোরে।
মুঠি এক মাঝা গরুঅ জঘন
তাত বড় লোভ মোরে॥
উরুযুগ রাম কদলী চরণ
থলকমল আকারে।
এক এক আঙ্গে লক্ষ লক্ষ দান
উচিত হএ আহ্মারে ॥ ৩
এহা দান দিআঁ আপণ ইছাএ
চলহ মথূরা নগরে।
যবেঁ দান দিতে না পারহ রাধা
শুন আহ্মার উত্তরে ॥
ঈসত হাসিআঁ পাসত বসিআঁ
পুরহ আহ্মার আশে।
বাসলীচরণ শিরে বন্দীআঁ
গাইল বড়ু চণ্ডীদাসে ॥ ৪
(১৩)
রামগিরীরাগঃ ॥ রূপকং ॥
সাসু নিষধিল মোরে বালী ল বহু
দধি বিকে না জাইহ কালী।
উ বেলি না জাইহ মথুরার হাটে ল।
ভাণ্ড ভাঁগিব তোর কাহ্নে।
আল
দধি খাইব তোর আনে।
আল
রাজভাগিনা বল করিব তোরে বাটে ॥ ১
আল
মোরে তেজ বনমালী।
সাসু দুরুবার ঘরে পাড়িব গালী ॥ ধ্রু
মোএঁ আইহন বীরের গোআলী।
আল
বল না কর বনমালী।
কংসে সুধি পাইলেঁ হইবেঁ তোহ্মে আপোষে।
মোএঁ কান্দিআঁ সাসু জাণায়িবোঁ।
তোর কাহ্নাঞিঁ নাম পেলাইবোঁ।
পাছেঁ বুলিবেঁ আবালী রাধার দোষে ॥ ২
কাল হাণ্ডির ভাত না খাওঁ।
কালিনী রাতি মোঁ প্রদীপ জালিআঁ পোহাওঁ।
কাল গাইর ক্ষীর নাহিঁ খাওঁ।
কাল কাজল নয়নে না লওঁ।
কাল কাহ্নাঞিঁ তোক বড় ডড়াওঁ ॥ ৩
আঠ চারি বরিষের বালা।
তোর মাথে শোভে ঘোড়া চুলা।
এহা বুঝী তেজহ কাহ্নাঞিঁ আহ্মার পাশে।
তেজ মিছা মাহাদানে।
ঘর যাহা নিজ মানে।
বাসলী বন্দিআঁ গাইল বড়ু চণ্ডীদাসে ॥ ৪
(১৪)
রামগিরীরাগঃ ॥ রূপকং ॥
কাল আখরেঁ তীন ভুবন বিচার।
কাল মেঘের জলে জীএ সংসার॥
কাল গাইর ক্ষীর লাগে বড় কাজে।
কাল রতনে হার শোভে দেবরাজে ॥ ১
আকারণে আল রাধা নিন্দসি কৃষ্ণ কালা।
সর্ববাঙ্গে সুন্দর নান্দো যশোদার বালা ॥ ধ্রু
কাল চিকুর শোভে মাথার উপরে।
কাল ভুরুহী শোভে বদনকমলে ॥
কাল ভ্রমরে কমলবন শোহে।
কাল কাজনে নারী জগজন মোহে ॥ ২
কাল নাঞ্ছন কোলে ধরে শশধরে।
কাল আলকপাঁতী শোভএ কপোলে॥
কাল উতপল নয়নে শোভসি গোআলী।
কাল সুন্দর দেহেঁ শোভে বনমালী ॥ ৩
কাল মেঘের পাশে শোভে পুনমির চন্দ।
এহা বুঝী না কর রাধা তোঁ মন মন্দ॥
কাল কাহ্নের এবেঁ ধরহ বচন।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ ॥ ৪
(১৫)
দেশাগরাগঃ ॥ লঘুশেখরঃ ॥
কাল কাহ্নাঞিঁ তোহ্মে আহ্মা না উপেখ।
কামে আন্ধল হআঁ বাট নাহিঁ দেখ ॥
কাল শরীর কাহ্নাঞিঁ কাল তোর মন।
দানছলেঁ বাট পাড় সর্ব্বখন ॥ ১
আবুধ ছাওয়াল কাহ্নাঞিঁ মাঙ্গসি দান।
আইহন জানাআঁ তোর লইবোঁ পরাণ ॥ ধ্রু
কাঞ্চুলী ভাঁগসি মোর ছিণ্ডসি হার।
মিছাই লোড়সি কাহ্নাঞিঁ আহ্মার পসার॥
দধি দুধ ঘৃত খাইলি ভাঁগিলি ভাণ্ড।
গোআলকুলে কি তোহ্মে উপজিল সাণ্ড ॥ ২
ঘৃত দধি দুধ ঘোল ছাড়াআঁ মোর।
বিমুখ হয়িআঁ খলখলি হাস তোর।
তভোঁহোঁ নিলজ কাহ্নাঞিঁ মাঙ্গসি দাণ।
তোর মোর হৈবে কাহ্নাঞিঁ বড়ায়ি বাখান ॥ ৩
আপণা চিহ্নিআঁ কাহ্নাঞিঁ জাহা নিজ ঘর।
মিছাই সাধহ দাণ হআঁ আছিদর ॥
পন্থ ছাড় কাহ্নাঞিঁ তেজ রতি আশে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪
(১৬)
দেশাগরাগঃ ॥ লগনী ॥ ক্রীড়া ॥
আতি রুপসী পদুমিনী জাতী
দেখি থীর নহে মনে।
তোর বিরহে চিত্ত বেআকুল
মোএঁ না জীবোঁ কেনমনে ॥ ১
হেনক বচন না বোল কাহ্নাঞিঁ
তোর বাপে নাহিঁ লাজ।
সোদর মাঊলানীত ভোলে পড়িলাহা
দেখিআঁ রুপস কাজ ॥
মদনবাণে চিত্ত বেআকুল
কিবা ঘোসসি মামী মামী।
মিছা কাজে মোকে ভাণ্ডিতেঁ চাহ
সকলে জাণিএ আহ্মী ॥ ৩
ছাওআল কাহ্নাঞিঁ বোল না বুঝসি
বুঝিল তোহ্মার মতী।
মো জে গোআলিনী আবালী রাধা
না জাণো রঙ্গ সুরতী ॥ ৪
আহ্মে সে কাহ্নাঞিঁ গোআল নাগর
তোহ্মার বার বরিষে।
নহুলী যৌবন আতি শুশোভন
সুরতি দেহ হরিষে ॥ ৫
প্রথম যৌবন মুদিত ভাণ্ডার
তাত না সম্বাএ চুরী।
আহ্মার যৌবন কাল ভুজঙ্গম
ছুইলেঁ খাইলেঁ মরী ॥ ৬
আহ্মে সে কাহ্নাঞিঁ তোহ্মে চন্দ্রাবলী
মরণে তোহ্মা না ছাড়ী।
তোহ্মার যৌবন কাল ভুজঙ্গম
আহ্মেহো ভাল গারূড়ী ॥ ৭
নাগর কাহ্নাঞিঁ মোকে বিগুতে
আশেষ নেআঅ জুড়ী।
কোণ বিবুধিএ এহা হেন পথে
আনিলে দারূণী বুঢ়ী ॥ ৮
নাগর দেখিআঁ দেহ আলিঙ্গন
কিকে কর আভিরোষে।
আহ্মার করমে তোহ্মাক আণিলে
বড়ায়ির কমণ দোষে ॥ ৯
তপত দুধ নালে না পীএ
জুড়ায়িলেঁ সোআদ তাএ।
নহুলী যৌবন কাঁচ শিরিফল
তাহাক কহো নাহিঁ খাএ ॥ ১০
যাত খিধা বসে নাগরি রাধা
কিবা তার কাঁচ পাকাএ।
যেমনে পাএ তেমনে খাএ
যা নাহিঁ খিধা পালাএ ॥ ১১
দীঠি দীঠি চাহি বোলোঁ মো কাহ্নাঞিঁ
আহ্মাক এড়িতেঁ জুআএ।
সমুখ দীঠে পড়িলে বনত
ভুখিল বাঘ না খাএ ॥ ১২
আহ্মার বচনে সুন্দরি রাধা
মনেত কর হরিষে।
বাসলীচরণ শিরে বন্দীআঁ
গাইল বড়ু চণ্ডীদাসে ॥ ১৩
(১৭)
কোড়ারাগঃ ॥ একতালী ॥
বেদ উদ্ধারিলোঁ ক্রীড়া সাগরজলে
নীলাএ আহ্মে মুরারী।
দৈত্য দলিলোঁ আসুর সংহারিলো
শঙ্খ চক্র গদা ধরী ॥ ১
নটক কাহ্নাঞিঁ কপট মতী
কত না পাতসী মায়া।
তোহ্মার পরাণে বেদ উদ্ধারিল
সপত পাতাল গিআ ॥ ২
রামরূপেঁ রাবণ বধিলোঁ
লঙ্কা কইলোঁ ছারখার।
লক্ষণ সহাএঁ সাধিলোঁ মান
সীতার কইলোঁ উদ্ধার ॥ ৩
আকাশপ্রমাণ লঙ্কার গড়
তোহ্মার পরাণে তথাঁ জাই।
গরু রাখোআল গোঠে থাকহ
মিছা বোলহ দুঈ ভাই ॥ ৪
আহ্মে যে কৃষ্ণ হরি বনমালী
কৌতুকেঁ রাখিলোঁ গাই।
মিছা না বোলোঁ আপণ বলেঁ
দান সাধোঁ দুঈ ভাই ॥ ৫
আছিদর কাহ্নাঞিঁ বোল না বুঝসি
মুখত বজর বসে।
শুণিলেঁ কংস মরিআঁ জাইবি
আপন করমদোষে ॥ ৬
বরাহ রূপেঁ দান্তের আগে
তোলী ধিরলোঁ মহী।
নরসিংহ রূপেঁ হিরণ্য বিদারিলোঁ
তোহ্মে না জাণহ রাহী ॥ ৭
বুঝিল কাহ্নাঞিঁ তোহ্মার বিরত
মিছা না করহ দাপে।
আছুক তোহোর কথা হেন করিতেঁ
নারে তোর বাপে ॥ ৮
অবুধ গোআলিনী বোল না বুঝসি
মোর না জাণসি কূল।
ক্ষত্রিয় কুলে জরম আহ্মার
বীর পিতা শ্রীবসুল ॥ ৯
না কর জঞ্জাল যাওঁ মথুরা
ছাড়হ আহ্মার আশে।
বাসলীচরণ শিরে বন্দীআঁ
গাইল বড়ু চণ্ডীদাসে ॥ ১০
(১৮)
গুজ্জরীরাগঃ॥রূপকং॥
তোর রূপ দেখি গদাধর।
মদনে বেধিল আন্তর॥
তোর বস ভৈল বনমালী
বিমতি ছাড়হ চন্দ্রাবলী ॥১
কেহ্নে দুখ ভাবহ মনে।
দেহ মোরে সরস বচনে ॥ধ্রু
এ তোর উন্নত যৌবনে।
নিফল কর অকারণে॥
থিরমতী বুঝহ আপণে।
অনুচিত না বোল বচনে ॥২
তভোঁ নাহিঁ তেজোঁ তোহ্মারে।
যদি জাএ জীবন আহ্মারে॥
তোহ্মাত মজিল মোর মণে।
নিবারিব কাহার পরাণে॥৩
আঁচলে ধরিলোঁ রতি আশে॥
কেহ্নে মোর কর নিরাসে॥
মনসুখেঁ বৈশ মোর পাশে।
গাইল বড়ু চণ্ডীদাসে॥৪
কৃষ্ণস্য বচনং শ্রুত্বা রাধিকাধিমতী সতী।
বেপমানতনুস্তন্বী জগাদ জরতীমিদং॥
(১৯)
কোড়াদেশাগরাগঃ ॥ একতালী ॥
বোলেঁ প্রবোধিতেঁ সুন বড়ায়ি ল
বড় নটক কাহ্নাঞিঁ।
ঘরক জাইতেঁ মোর সুন বড়ায়ি ল
কিছু উপায় নাহিঁ ॥১
কাহ্নাঞিঁ বড় দুরুবার সুন বড়ায়ি ল
তোহ্মে কর প্রতিকার ॥ধ্রু
কাহ্নাঞিঁর হাথে পড়ী সুন বড়ায়ি ল
মোএঁ হারায়িলোঁ বুধী।
উদ্ধার পাইএ যেন সুন বড়ায়ি ল
তোহ্মে চিন্ত সেহী শুধী ॥২
না জাণাইহ কাহ্নাঞিঁকে সুন বড়ায়ি ল
তবেঁ নহে মোর ডর।
সুণিলেঁ সে আস পাইব সুন বড়ায়ি ল
কাহ্ন বড় আছিদর ॥৩
যুগতী করিউ এবেঁ সুন বড়ায়ি ল
তোর মোর একমনে
গাইল বড়ু চণ্ডীদাস সুন বড়ায়ি ল
বাসলীগণে ॥৪
(২০)
পাহাড়ীআরাগঃ ॥ একতালী ॥ লগনী॥
না জাইব আল রাধা মথুরা নগর।
বাটে দুরুবার কাহ্নাঞিঁ নান্দের সুন্দর ॥১
নিছন লইআঁ কাহ্নাঞিঁ থাকু এক বাটে।
আন পথে যাইব বিকে মথুরার হাটে ॥২
যে বাটে যাইবি হাত দধি ঘৃত লআঁ।
সবই কাহ্নাঞিঁ তোর খাইব তথা গিআঁ ॥৩
সেহো পথে যবেঁ কাহ্নাঞিঁ করে মোরে বল।
তোর মোর মেলিআঁ করিব তার ফল ॥৪
দধি দুধ খাইবেক ভাঁগিবেক ভাণ্ড ১৩।
হৃদের কাঞ্চুলী তোর করিবে খণ্ড খণ্ড ॥৫
কাহ্নাঞিঁ দেখিআঁ বড়ায়ি তোকে লাগে ডর।
মাগুকিলে মারোঁ আজি যবেঁ করে বল ॥৬
এথাঁসি সুন্দরি রাধা কর কাঠদাপ।
তথাঁ গেলেঁ হইবি যেহ্ন বাদিআর সাপ ॥৭
তোহ্মার বচনে বড়ায়ি মোতে ভৈল ভএ।
কি বুধি করিব এবেঁ বোলহ উপাএ ॥৮
দারুণ কাহ্নাঞিঁ দুরিত তার মন।
চল রাধা পথ এড়ি যাইউ বনে বন ॥৯
বনে যাইতেঁ বড়ায়ি কাহ্নাঞিঁ যবেঁ পাএ।
তবেঁ না করিব বড়ায়ি কমণ উপাএ ॥১০
দারুণ কাহ্নাঞিঁ যবেঁ লাগ পাএ বনে।
অপণেহি তবেঁ রাধা দিবোঁ মাহাদাণে ॥১১
নটক কাহ্নাঞিঁ যবেঁ নাহিঁ লএ দাণে।
তবে কি করিব বড়ায়ি চিন্তহ আপণে ॥১২
যে বুধি এড়ায়িএ রাধা সে বুধি করিব।
ঘরে গেলেঁ ভাল মন্দ কিছু না কহিব ॥১৩
যতনে চিন্তিহ বড়ায়ি কিছু পরকার।
যেমতেঁ আহ্মার হএ এবার উদ্ধার ॥১৪
বিণি রতি পাইলেঁ কাহ্নাঞিঁ না এড়িব তোরে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবরে ॥১৫
(২১)
দেশবরাড়ীরাগঃ ॥ একতালী॥
অবুধ গোআলী না বুঝ মতিমোহে।
বিরহে বেআকুল কাহ্নাঞিঁ বেড়াএ বিছোহে॥
তোহ্মাত লাগিআঁ কাকুতি করে কাহ্ন।
তোহ্মার অন্তরে পথে সাধোঁ মাহাদান॥১
তোহ্মার আনুমতীএঁ মাণিকে হিরা বিন্ধে।
বিরহে বিকল কাহ্নাঞিঁ কাপড় না পিন্ধে ॥ধ্রু
তোহ্মাক চিন্তিআঁ কাহ্নাঞিঁ ভাত নাহি খাএ।
চারি পহর রাতি নিদ্রাহো না জাএ॥
আইস বোলোঁ গোআলিনী সুণ মোর বোল।
জিআঅ কাহ্নাঞিঁ রাধা দিআঁ চুম কোল ॥২
কণ্ণের কুণ্ডল তোর মাণিক ঊজলে।
সিসের সিন্দুর ভুজবলএ উজলে॥
সফল করহ দেহা দেহ আনুমতী।
কথাঁ না দেখিলী রাধা নারী হএ সতী ॥৩
কাহ্নাঞিঁর নেহা রাধা বড় পুনে পাইএ।
মইলেঁ মুকুতি কিবা সুরপুর জাইএ॥
এবোঁহো সুন্দরি রাধা পুর মোর আশ।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস ॥৪
(২২)
পাহাড়ীআরাগঃ ॥ ক্রীড়া ॥
কৃষ্ণস্য বচনং শ্রুত্বা রাধিকাধিমতী সতী।
বেপমানতনুস্তন্বী জগাদ জরতীমিদং॥
তোহ্মে যবেঁ বোল বড়ায়ি হেন সতন্তরে।
আহ্মার নিস্তার তবেঁ নাহিঁক দুতরে॥
সুণিলেঁ আইহন মোরে করিব আপোষ॥
তোহ্মে এক ভিতে হৈবেঁ আহ্মা লআঁ দোষ ॥১
এবেঁসি জানিলোঁ তোর ভাল নহে মনে॥
যবেঁ কাঢ়ায়িলি বাট দুসহ আরণে ॥ধ্রু
তোহ্মে বড়ায়ি বোলে চালে হআঁ যাবি পার।
আহ্মে ত করিব তথাঁ কৌণ পরকার॥
বল করি ছিণ্ডিবেক সাতেসরী হার।
দেখিআঁ বা কি বুলিব ঘরের গোআল ॥২
আকারণে এহা পথে আণায়িলী মোরে।
মিছেঁ ছাচেঁ কাহ্নাঞিঁ ভাণ্ডাআঁ যাই ঘরে॥
এবার ভাণ্ডাআঁ যবেঁ কাহ্নাঞিঁক জাইএ।
আর বার তবেঁ বড়ায়ি মথুরা না জাইএ ॥৩
তোঁ হেন বড়ায়ি ছিতে মোর হএ ডরে।
এ পুণি তোহ্মার লাজ বুঝাহ অন্তরে॥
এহা জানি যেহি যোগ্য সেহি থীর কর।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর ॥৪
মদীয়মানসোল্লাসি সাধূক্তং রাধিকে ত্বয়া।
অথ স্মরশুচঃ পাহি দুঃস্বনং সর্ব্ব বর্ণনা॥
(২৩)
কেদাররাগঃ ॥ রূপকং ॥
বনে বনে পালাইআঁ রাধা যবেঁ জাএ।
আগুছিআঁ বাটে তবেঁ কাহ্নাঞিঁ রহাএ॥
তাক দেখি বড়ায়ি পালটি অথবেথে।
অতিবড় ঠেণ্ঠালি রহিলী মূল পথে ॥১
একসরী রাধা দেখি কাহ্নাঞিঁ মনে গুণে।
পালিল বড়ায়ি মোর পূর্ব্ববচনে ॥ধ্রু
বড়ায়ি বড়ায়ি বুলি অঝর নয়নে।
কান্দএ একসরী রাধা মাঝ বনে॥
লোহ মুছিআঁ কাহ্ন আপনে বসনে।
না করিহ ভয় রাধা বুলিল বচনে ॥২
এবেঁ দেখ মোর মুখ তুলী দুয়ি আখী।
এহা ঘোর বনে রাধা কেহো নাহিঁ সাখী॥
তোহ্মার আহ্মার রাধা প্রথম যৌবন।
সুরত সংভোগে করী সফল জীবন ॥৩
দূর করোঁ তোর হার ঘন পীন তনে।
আঅর সন্দেশ লওঁ বাহুর কঙ্কনে॥
এবেঁ রসমনে রাধা কর পরিহাস।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস॥৪
(২৪)
মালবরাগঃ ॥ রূপকং ॥
যবেঁ জাওঁ আল কাহ্নাঞিঁ মথুরার হাটে।
আহ্মাক নেহালী তোহ্মে যাহা বাটে বাটে॥
তবেঁসি জাণিল আহ্মে দৈবের ঘটন।
আহ্মা না ছাড়িব কভোঁ নান্দর নন্দন ॥১
সুন্দর কাহ্নাঞিঁ তবেঁ যাওঁ তোর কোল।
কভোঁ না লঙ্ঘিভেঁ যবেঁ আহ্মার বোল ॥ধ্রু
মাথার মুকুট কাহ্নাঞিঁ ভাঁগি জুণি জাএ।
যোড় হাথ করি কাহ্ন বোলোঁ তোর পাএ।
ছিণ্ডি জুণি জাএ কাহ্নাঞিঁ সাতেসরী হারে।
আর নঠ না করিহ সব আলঙ্কারে ॥২
আতিশয় না চাপিহ আধর দাতেঁ।
সখি সব দেখিআঁ বুলিব দন্তঘাতে॥
নখঘাত না দিহ মোর পয়োভারে।
আইহন দেখিলেঁ মোর নাহিঁক নিস্তারে ॥৩
কোঁঅলী পাতলী বালী আহ্মে চন্দ্রাবলী।
ভএ কাম্পো যেহ্ন নব কদলীর বালী॥
আলিঙ্গন দিহ মোরে দয়া ধরী মনে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে ॥৪
রাধিকানুমতিমাপ্য মাধবঃ সম্বরারিশরদূনমানসঃ।
অদ্ভুতক্রমমুদারবিক্রমো বল্গুমেবমকরোদ্রিপুক্রমং॥
(২৫)
গুজ্জরীরাগঃ ॥ রূপকং ॥
আতী বুঢ়ী না দেখোঁ নয়নে॥
জায়িতেঁ নারোঁ ত্বরিত গমনে॥
পথ হারাইলোঁ বৃন্দাবনে।
তোহ্মাক তেজিলোঁ তেকারণে ॥১
তোহ্মে মোরেঁ না করিহ রোষে।
একসরী ভৈলোঁ দৈব দোষে ॥ধ্রু
তোহ্মে গেলা আহ্মার আগে।
দৈবযোগে কাহ্ন পায়িল লাগে॥
তোহ্মে দুখ না ভাবিহ মনে।
আপণা রাখিএ আপণে ॥২
হের তোর চুম্বওঁ বদনে।
তোহ্মে মোর দুয়জ পরাণে॥
তোক পাআঁ জীলোঁ একবারে।
বিধি মোর করিল নিস্তারে ॥৩
না দেখিআঁ তোর আভরণে।
যদি মোরেঁ পুছে আইহনে॥
তবেঁ কি বুলিব তার পাশে॥
গাইল বড়ু চণ্ডীদাসে ॥৪
(২৬)
দেশাগরাগঃ ॥ রূপকং ॥
যমুনার তীরে কদমের তলে
কাঞ্চুলী ভিজিআঁ গেল ঘামে।
হংসে যেহ্ন সরোবর বিগুতিল বড়ায়ি ল
তেহ্ন রাধা বিগুতিলে কাহ্নে ॥১
বুলিহ বিলিহ বড়ায়ি আইহনের ঘরে।
কাহ্নাঞিঁ রহাইল দানের ছলে ॥ধ্রু
হার কেয়ূর আর যত আভরণ সব
নিলে কাহ্নাঞিঁ মোর বলে।
যতেক যতেক তার আছিল মনের সন্তাপ
সুঝায়িল নিকুঞ্জতলে ॥২
বাহু মোর মোড়িআঁ বলয় সব ভাঁগিলেক
ভাঁগিলেক তনের আঞ্চলে।
শুন পান্তরে কাহ্নাঞিঁ লাগ পাইল।
বলেঁ নিআঁ করিলেক কোলে ॥৩
অনেক প্রকারেঁ কাকুতী করিল
না দিলোঁ সুরতীর আশে।
এহি তত্ত্ব বুইলোঁ এবেঁ জাই নিজ ঘর
গাইল বড়ু চণ্ডীদাসে ॥৪
০৪. নৌকাখণ্ড
(১)
মালবরাগঃ ॥ রূপকং ॥ লগনী চিত্রকং ॥
রাধারতিরসন্যস্তমনাঃ কৃষ্ণো মনাগপি।
গতিমাতন্য নু ক্বাপি জগাদ জরতীং চিরাৎ॥
রাধাক না পাআঁ মোর বেআকুল মনে।
রাতি দিন নিন্দ না আইসে তাহার কারণে ॥১
উনমত ভৈলোঁ বড়ায়ি রাধার বিরহে।
তার দরশন বিণি প্রাণ না রহে ॥২
আইহনের রাণী রাধা বড় আছিদরী।
বোলেঁ চালেঁ তোর থান আণিতেঁ না পারী ॥৩
আপণেয়ি কিছু বোল বুদ্ধি পরকার।
সেহি মতেঁ করিবোঁ তোহ্মার উপকার ॥৪
আহ্মা হেতু রাধিকারে বুলিহ কপটে।
দধি দুধ বিচি নিআঁ মথুরার হাটে ॥৫
এবার তোহ্মাক লআঁ যাইব আন পথে॥
তবেঁ না পড়িব রাধা কাহ্নাঞিঁ র হাথে ॥৬
তোহ্মার বচন মোর লাগিল হৃদয়ে।
উপসন্ন হৈল হের বরিষা সমএ॥৭
আহ্মা রাধা লআঁ যাইব মথুরার হাটে।
নাঅ লআঁ থাক তোহ্মে যমুনার ঘাটে॥৮
তোহ্মার বচনে আহ্মে হরষিত মনে।
নাঅ বান্ধিতেঁ গিআঁ করিঊ যতনে ॥৯
গাছ চাহিতেঁ আহ্মে জাইএ বৃন্দাবনে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে॥১০
(২)
রামগিরীরাগঃ ॥ রূপকং ॥
আগু জাএ বড়ায়ি হাথত করী লড়ী।
পাছে গোআলিনী নৈল দধির চুপড়ী ॥
ধিরে ধিরে যাএ বড়ায়ি যমুনার ঘাটে।
যাত কাহ্ন মাহাদানী তেজিআঁ সে বাটে॥১
সব গোআলিনী যাএ বড়ায়ির সঙ্গে।
লাস হাস পরিহাস করি নানা রঙ্গে ॥ধ্রু
ষোল শত গোপীজন করি কোলাহল।
জায়িতেঁ হরষিত মণে গায়িতেঁ মঙ্গল॥
বড়ায়ির মুখ চাহি সব সখি গোআলিনী।
মথুরা লড়িলী বড়ায়ি হআঁ আগুআনী ॥২
কথো খনে গিআঁ যমুনার ঘাট পাইল।
সহ্মেই যমুনাঘাটে পসার নাম্বায়িল॥
সহ্মাঞিঁ যুগতি করি পুছিল বড়ায়ি।
পারকর মথুরাক ঘাটোআল কহী ॥৩
বুলিতেঁ লাগিলী বড়ায়ি শুন ল নাতিনী।
হোর আছে ঘাটোআল লআঁ নাঅখানী॥
ডাক দেহ চন্দ্রাবলী চিত্তের হরিষে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে॥৪
(৩)
পাহাড়ীআরাগঃ ॥ প্রকীণ্ণক লগনী ॥ লঘুশেখরঃ ॥
বোলেন্ত কাহ্নাঞিঁ নাঅ কুলত চাপাআঁ।
আইস সব গোআলিনী নাএ চড়সিআঁ ॥১
যমুনা দেখিআঁ মনে ডরায়িলী রাহী।
বুইল পার কর আগু মোর সব সহী ॥২
পাঞ্চ গুটী পাট নাঅ গঢ়ন আহ্মার।
একেঁ একেঁ সব সখি করি তোর পার ॥৩
দধি দুধ লআঁ যাব মথুরা নগর।
সাবধানে সব সখি ঝাঁট কর পার ॥৪
রাধার বচনে কাহ্নাঞিঁ হরষিত মনে।
ঝাঁট পার করায়িল সব সখিগণে ॥৫
সঙ্গে বড়ায়ি করী বোলে গোআলিনী।
ঝাঁট পার কর বড়ায়ি খর বড় পাণী ।৬
তীন ভরা না সহে নাখানী আহ্মার।
কেনমনে বড়ায়ি লআঁ রাখা হৈবেঁ পার ॥৭
এ বচন শুণী রাধা মন কৈল সার।
বুইল ঘাটিআল আগু বড়ায়ি কর পার ॥৮
নাঅত চড়িল যবেঁ একলী বড়ায়ি।
মনের উল্লাসে পার করিল কাহ্নাঞিঁ ॥৯
পাছে পার হয়িতেঁ রাধিকারে বড় ডর।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর ॥১০
(৪)
বেলাবলীরাগঃ ॥লঘুশেখরঃ ॥
পাঞ্চ পাটে নাখানী আহ্মার॥
আপণেই ধরিলোঁ কাঁঢ়ার॥
ভরা দিআঁ দধির পসার।
যাইতেঁ চাহ যমুনার পার ॥১
হের সুন বচন আহ্মার।
বিণি কড়ীএঁ না করোঁ মো পার ॥ধ্রু
তোর বোঁলে সব সখিজনে।
পার কইলোঁ হআঁ সাবধানে॥
যবেঁ তোহ্মা করিবোঁ মো পার।
বান্ধা দেহ সাতেসরী হার ॥২
দেখিআঁ তোহ্মার মুখচান্দে॥
যমুনাত পাতিলোঁ মো ফান্দে॥
এবেঁ বোল সরস বচনে।
তবেঁ পার করিবোঁ এখণে ॥৩
তোহ্মাত মজিল মোর মনে।
ভিড়ি দেহ আলিঙ্গন দানে॥
তাত মোর বড় পতিআশে।
গাইল বড়ু চণ্ডীদাসে॥৪
(৫)
পাহাড়ীআরাগঃ ॥ ক্রীড়া ॥
নাঅবাহিআঁ যমুনাজল বিশাল এ।
সরস বচন করি মান শৃঙ্গার
বচন আহ্মার পাল এ ॥১
ঘাটে ঘাঠিআল তেজ নাগরাল
কিসক করহ কচালে।
পার কর মোর দধির পসার
মখুরা যাইব সকালে ॥২
পুন্য নদী কূলে পাপ ঘোসসী
এ তোর কমণ আচার এ।
পরার তিরীক করসি পরিহাস
না জান ধর্ম্ম বিচার এ ॥৩
মদন বাণে দেহ বিদগধ
কি মোর নদী কূল য়ে।
পাপ পুণ্য রাধা দুই না মানিআঁ
ধরিবোঁ তোহ্মাক বলে এ ॥৪
ধরিবি বলে মরিবোঁ হেলে
ঝাঁপ দিআঁ যমুনাএ য়ে।
বাত বরুণ সুরুজ সাখি
এ বধ দিবোঁ তোহ্মায়ে এ ॥৫
কেলি করিতেঁ পরি- হাস মরণ ইছসি
এ তোর কমণ বেভার এ।
উচিত ঘাট দান দেহ ল রাধা
করিবোঁ যমুনাত পার এ ॥৬
এতেক সখিজন পার কইলেঁ
কৌড়ী নীলেঁ তাহার য়ে।
আহ্মার থানত দাম চাহসি
নিলজ বাপ তোহ্মার এ ॥৭
সহ্মার বন্ধক রাখিলোঁ তোহ্মাক
পুরহ আহ্মার আসএ।
বাসলীচরণ শিরে বন্দীআঁ
গাইল বড়ু চণ্ডীদাস এ ॥৮
(৬)
পাহাড়ীআরাগঃ ॥ প্রকীণ্ণ ॥ লগনী ॥ একতালী॥
বচনেক বোলোঁ শুন চন্দ্রাবলী রাণী।
যাবত পবনে ঢেউ নাহিঁ বান্ধে পাণী ॥১
তাবত তোহ্মাক পার করোঁ না বাহিআঁ
দধির পসার নাএ চড়াহ আসিআঁ ॥২
আহ্মাক ছাড়িআঁ পার সব সখি গেলা।
হাট উখুড়িবে প্রচুর ভৈল বেলা ॥৩
হেন গুণী মনত চঢ়িলী রাধা নাএ।
দধির চুপড়ী রাধা থুইল ডহরাএ ॥৪
না জাণিআঁ তত্ব চঢ়িতেঁ বুইলোঁ নাএ।
হেন ভাঙ্গা নাএ চঢ়িতে না জুআএ ॥৫
এভোঁহো সুন্দরি রাধা মনে কর সার।
ও পার জাইবেঁ কিবা থাকিবেঁ এ পার ॥৬
ঝাঝর নাঅ মাঝত লএ পাণী।
হেন নাঅ তোহ্মার বচনে চক্রপাণী ॥৭
একলী চঢ়িলোঁ আর নাম্বায়িলোঁ পসার।
আতি সাবধানে কাহ্নাঞিঁ কর মোরে পার ॥৮
আহ্মার বচন শুন আইহনের রাণী॥
বুম্বুকে উথলে জল ঝাটঁ মার পাণী ॥৯
সত্বর হআঁ রাহি থাক মাঝনাএ।
এখনে করিবোঁ পার নাহিঁ কিছু ভএ ॥১০
মাঝযমুনাত বড় বাত ভআঁ গেল।
পর্ব্বত সমান ঢেউ নাঅত লাগিল ॥১১
বাহা বাহা করি তবেঁ রাধিকা ফুকরে।
বারেক কর মোর পরাণ উদ্ধারে ॥১২
আকাস পরসি যবেঁ ঢেউ আইসে।
রাধার বদন চাহাঁ কাহ্নাঞিঁ হাসে ॥১৩
কি বুধি করিবেঁ রাধা কোণ পরকার।
মাঝযমুনাত নাঅ না চলে আহ্মার॥
না জাণো দিশ বিদিশ লাগে বড় ডরে।
তিরীবধ দিবোঁ কাহ্নাঞিঁ তোহ্মার উপরে ।১৫
দশনেত তৃন করি বোলোঁ মো তোহ্মারে।
যেই চাহ সেহি দিবোঁ কর মোরে পারে ॥১৬
সাবধান হআঁ মোর বোল শুণ রাহী।
তোহ্মে আহ্মে আছি এথাঁ আর কেহো নাহী ॥১৭
দুতরে তারিবোঁ তোক না করিহ ডর।
সরস শৃঙ্গার দেহ নাএর ভিতর ॥১৮
ধারেঁ ঝরেঁ রাধিকার নয়নের পাণী।
আধিক করুণা করে চন্দ্রাবলী রাণী ॥১৯
কাহ্নের বচনে রাধা পড়িলী তরাসে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥২০
কৃষ্ণস্য বাচমাচম্য রাধা দরভয়াতুরা।
তত্যাজ যমুনানীরে ভূষণং বসন বসনন্তনোঃ॥
(৭)
ভাঠিআলীরাগঃ ॥লঘুশেখরঃ ॥ দণ্ডকঃ॥
যবেঁ রাধা গোআলিনী পাতল কৈল গাএ।
হেহে লহে।
তবেঁ হিঅ বুলী কাহ্ন বাহে নাএ॥
হেহে লহে লহে॥১
আকাশের তারা যেন ছুটি গেল নাএ।
আকাশের তারা যেন ছুটি গেল নাএ।
অধ নদী গেলেঁ পুণি বহে খর বাএ ॥২
রাধাএঁ বুলিল কাহ্ন ঝাঁট বাহি যা।
ঢেঊ দেখি মোর হালে সব গা॥৩
দুতরত পার কর একবার কাহ্ন।
পার হৈলেঁ তোর বোল না করিবোঁ আন ॥৪
নাঅ টলবলাএ আধিকে দামোদর।
দুগুন বাঢ়িল রাধিকার মণে ডর ॥৫
কাহ্নের মনত ভৈল মদনবিকার।
ছল করি টালিলেক রাধার পসার ॥৬
তখন ছাড়ায়িল ঘৃত দধি ঘোল।
ডর পায়ি রাধা কাহ্নাঞিঁকে মাঙ্গে কোল ॥৭
কোলে কর কাহ্নাঞিঁ বড়ায়ি জুনী জাণে।
বড়ায়ি জাণিলে জাণে কংস আইহনে ॥৮
এ বোল সুণিআঁ কাহ্নাঞিঁ মনের হরিষে।
নাঅ ডুবায়িআঁ রাধা কোলে করি ভাষে ॥৯
আলিঙ্গন পাইল কাহ্নাঞিঁ রাধার তরাসে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥১০
০৫. ভারখণ্ড
অথ রাধারসাবেশবশীকৃতমনা হরিঃ।
পুনস্তল্লাভলোভেন জগাদ জরতীঞ্চিরাৎ॥
(১)
মালবরাগঃ ॥ রূপকং ॥ চিত্রক লগনী ॥ দণ্ডকঃ॥
চির দিন নাহিঁ রাধিকার দরশনে।
তেকারণে বড়ায়ি থীর নহে মনে ॥১
চিন্তিতেঁ দুগুণ ভৈল হৃদয়ে মদনে।
এবেঁ তাক আণী মোর রাখহ জীবনে ॥২
যতন করিআঁ তাক রাখে আইহনে।
তার মাঅ রাধিকারে চাহে খনে খনে ॥৩
এতেকেঁ তাহাক আহ্মে আণিতেঁ না পারী।
আপণে উপাঅ মোক বোল তোহ্মে হরী ॥৪
উপস্থিত ভৈল বড়ায়ি শরত সমএ।
তড় পথেঁ এবেঁ লোক মথুরাক জাএ ॥৫
এবেঁ তথাঁ কাহ্নাঞিঁর নাহিঁ আধিকার॥
হেন বুলী রাধা নেহ যমুনার পার ॥৬
রাধিকারে নিব আহ্মে যমুনার পার।
এথাঁ করিবোঁ কাহ্ন কোণ পরকার ॥৭
সরূপ করিআঁ কাহ্ন কহ মোর থানে।
তবেঁ রাধিকারে আণো হরষিত মনে ॥৮
যমুনার পথে আহ্মে ভার সজাইআঁ।
থাকিব পথের মাঝে মজুরিআ হআঁ ॥৯
রাধিকারে বুলিহ বিবিধ পরকার।
সে যেহ্ন আহ্মাক বহাএ দধিভার ॥১০
ভাল বুইলেঁ কাহ্নাঞিঁ চল তোহ্মে ঝাটেঁ।
আহ্মে রাধা লআঁ যাইউ মথুরার হাটে ॥১১
এহি পরকারেঁ তোর পুরিব আশে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥১২
(২)
গুজ্জরীরাগঃ ॥ যতিঃ॥
সব সখিজন মেলি বড়ায়ির ঠায়ি।
বিনয় করিআঁ বোলে চন্দ্রাবলী রাহী॥
সেমনে লইআঁ যাহা যমুনার পার।
যেহ্ন লাগ না পাএ কাহ্নাঞিঁ আহ্মার ॥১
সাসুড়ীর বোল সুনি ডরায়িলী রাহী।
পসার সজাআঁ লৈল ঘৃত ঘোল দহী ।ধ্রু
দধি বিকে মথুরা নগরী জাএ রাধা।
এবার পন্থত কেহো না কৈল বাধা॥
হরিষেঁ পাইল রাধা যমুনার পার।
আতি বড় শ্রম পাআঁ নাম্বায়িল পসার ॥২
সাবধানে সুন বড়ায়ি বচন আহ্মার।
বহিতেঁ না পারোঁ এহা গরুঅ পসার॥
শরতে সমএ রৌদ্র সহিতেঁ না পারী।
এভোঁ বড় দূর আছে মথুরা নগরী॥৩
এক মজূরিআ আন বহু দধিভার।
দুঈ ভাগ করি লঊ আহ্মার পসার॥
তবেসিঁ চলিতেঁ পারোঁ মথুরা নগর।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর ॥৪
(৩)
মাহারঠারাগঃ ॥ দ্রুতমান ॥ একতালী॥
চামড় কাঠের বাঁহুক যোড়িআঁ
তেরছ কৈল সীকা।
আগেঁ বড়ায়ি জাএ পাছে ভার বহে কাহ্ন
মাঝ রাধিকা জাএ বিকা ॥১
লড়িলা জনার্দ্দন কান্ধে লআঁ ভার
দধি বিকে মথুরার রাজে।
দেখি সব দেবাগন খলখলি হাসে ল
পাপে মজিলা দেবরাজে ॥ধ্রু
সোনার ভাণ্ডে দধি দুধ সজাইআঁ
রূপার ভাণ্ডে সজাইল ঘী।
সে ভার দেব বনমালী বহে ল
উলসিলী গোআলার ঝী ॥২
ভার লআঁ জায়িতেঁ পসার টলিআঁ গেল
ছাড়ায়িল কিছু দুধ দহী।
সোনার রূপার ভাণ্ড তেরছ হৈল ল
দেখি বুকে ঘাঅ দিল রাহী ॥৩
লাজ পাআঁ কাহ্নাঞিঁ ভার এড়িআঁ মিল
দেখি সব সখিগণ হাসে।
বাসলীচরণ শিরে বন্দীআঁ
গাইল বড়ু চণ্ডীদাসে ॥৪
(৪)
রামগিরীরাগঃ ॥ আঠতালা
বচসো ভরণাদ্বৃদ্ধে তবায়ম্ভাবিকঃ কুতঃ।
ইদানীং নাশিতন্তেন দধ্যাদি করবাম কিং॥
মো যবেঁ জানিবোঁ কাহ্নাঞিঁ পেলাইব ভার।
তবেঁ কেহ্নে দিবোঁ তারে গরুঅ পসার॥
বহুমূল পসার করিআঁ ছারখার।
পাঞ্চ দুর্গতি কাহ্ন করিল আহ্মার ॥১
এহে কি লআঁ জাইবোঁ হাত আগ হে বড়ায়ি।
অখণ্ড পসার নঠ করিল কাহ্নাঞিঁ ॥ধ্রু
বিথর করী সজাইলোঁ ঘৃত ঘোল দহী।
বাধা নাহিঁ দিল কেহো গোআলিনী সহী ॥
কি বুধি করিবোঁ বড়োয়ি কোণ পরকার।
কেহ্নমতেঁ সজ হউ দধির পসার ॥২
আপণে যাচিআঁ কাহ্নাঞিঁ লৈল দধিভার।
তাহাত লাগিআঁ ভারী না ধরিলোঁ আর॥
এবেঁ সজ করু কাহ্ন আপণে পসার।
আপণা চিহ্নিআঁ ভার লঊ আর বার ।৩
যেই দধি দুধ ঘৃত ভাণ্ডত আছএ।
পসার সাজিতেঁ তেএঁ কাহ্নূক জুআএ॥
আপণে বুঝাহ বড়ায়ি নান্দের নন্দনে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে॥৪
(৫)
মল্লাররাগঃ ॥ রূপকং॥
বিধাতাএঁ হেন মোর লিখিল কপালে।
কলঙ্ক থুয়িল জাঅ চন্দ্র দিবাকরে॥
তোহ্মার কারণে রাধা কৈলোঁ আবতার।
সুখেঁ রাজ করে কংস আহ্মে বহী ভার ॥১
আগেঁ আগেঁ বড়ায়ি জাঊ মাঝেঁ জায় রাহী।
পাছেঁ ভার লআঁ জাঊ সুন্দর কাহ্নাঞিঁ ॥ধ্রু
তোর বোলেঁ ভার বহে রাধা বনমালী।
আজী লাজক দিআ তিনাঞ্জলী ॥
হেন কাম কৈল রাধা তোহ্মার কারণে।
সুদৃঢ় থাকিএ এহো তোহ্মার মণে ॥২
দধিভার লআঁ আহ্মে জাইব বাটে বাটে।
মোর পাণে চাহে যত লোক জাএ বাটে ॥
কি কৈলৈঁ কি কৈলেঁ রাধা বড় পায়িলোঁ লাজ।
ভার বহায় কি কারণে দেবরাজ ॥৩
মথুরা নিকটে নাম্বায়িআঁ দধিভার।
কাহ্নাঞিঁ বুইল চাহী বদন রাধার ॥
ভার বহিল এবেঁ দেহ আলিঙ্গন।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ॥৪
০৬. ছত্রখণ্ড
ছত্রখণ্ড (ভার খণ্ডের অন্তর্গত)
(১)
মল্লাররাগঃ ॥ রূপকং ॥
উচিত বচন শুন মুরারী।
ভার বহিলেঁ নেহ মজুরী ॥
আন কাম আহ্মে করিতেঁ নারী।
এবার থাকহ মন নেবারী ॥১
বিবুধি তেজহ সুন্দর কাহ্ন।
বারেক রাখহ মোর সমান ।ধ্রু
দেখ সখি সব আহ্মার জাএ।
সবেঁ কহিব আইহনের মাএ॥
তবে করিবোঁ মো কমণ উপাএ।
তেসিঁ ঝাঁট ঘর জাইতেঁ জুআএ ॥২
কপট না বোলোঁ তোহ্মার থানে।
আপণে গুণিআঁ দেখহ মনে ॥
যেহেন সম্ভেদ হএ যখনে।
তার যোগ কাম করী তখনে ॥৩
এড় দামোদর জাওঁ মো ঘরে।
আন্তর হালএ সামীর ডরে॥
এখনে আরতী ফল না ধরে।
গাইল চণ্ডীদাস বাসলীবরে ॥৪
(২)
দেশাগরাগঃ ॥ একতালী॥
রাধিকায়া বচঃ শ্রুত্বা জরত্যা প্রতিপাদিতং।
জগাদ চতুরঃ কৃষ্ণঃ সতৃষ্ণো রাধিকামিদং॥
লাবণ্য জল তোর সিহাল কুন্তল।
বদন কমল শোভে আলক ভষল॥
নেত্র ঊতপল তোর নাসা ণাল দণ্ড।
গণ্ডযুগ শোভে মধুক অখণ্ড ॥১
সুন্দরি রাধা ল সরোবরময়ী।
দুসহ বিরহজলে জরিলা কাহ্নাঞিঁ ॥ধ্রু
হাস কুমুদ তোর দশন কেশর।
ফুণ্টিল বন্ধুলী ফুল বেকত আধার॥
বাহু তোর মৃণাল কর রাতা উতপল।
অপুরুব কুচ চক্রবাক যুগল ॥২
ঈষত ফুটিত পদ্ম তোর নাভি থানে।
কনকরচিত তোর ত্রিবল সোপানে॥
গরুঅ নিতম্ব পাট শিলা বিদ্যমানে॥
আরপিল হেম পাট শোভের জঘনে ॥৩
গরুঅ উরু নাল পদ হেম কমল।
তাত সুললিত রএ নূপুর ভষল॥
তোহ্মা ছাড়ী নাহিঁ জরহরণ উপাএ।
বাসলী শিরে বন্দী চণ্ডীদাস গাএ ॥৪
(৩)
ধানুষীরাগঃ ॥ লঘুশেখরঃ॥
কৃষ্ণস্য বচনং শ্রুত্বা রাধা সরসমানসা।
জগাদ জরতীমেব নিজাভিমতমাদরাৎ॥
অনেক যতন করে মোরে চক্রপাণী।
কত না বুলিবোঁ তারে পরিহারবাণী॥
আপণ মাথার ছত্র ধরু মোর মাথে।
তবেঁ মো শৃঙ্গার বড়ায়ি দিবোঁ জগন্নাথে ॥১
আপনে বোলহ বড়ায়ি দেব গদাধরে।
ছত্র ধরিলেঁ বোল ধরিবোঁ তাহারে ॥ধ্রু
ঘৃত দধি দুধ বড়ায়ি সাজিআঁ পসার।
দধি বিকণী লআঁ হাটে মথুরার॥
দুই পহর হৈল নগর বিশালে॥
পরাণ বিকল হএ রবিকরজালে ॥২
বড়য়ী কোঁঅলী মোএঁ রৌদ্র পরবলে॥
তেকারণে দেহ মোর ঘামে তোলবলে॥
আন্তর পোড়এ মোর আর সব গাএ।
সত্যেঁ বড়ায়ি চলিতেঁ নারোঁ এখো পাএ ॥৩
ভালমতেঁ বুঝাইআঁ আহ্মার বচনে।
বোলহ বড়ায়ি তোহ্মে শ্রীমধুসূদনে॥
ছত্রি ধরি আইসু কাহ্নাঞিঁ দিবোঁ আলিঙ্গণে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে॥৪
০৭. বৃন্দাবন খণ্ড
(১)
কোড়ারাগঃ ॥ একতালী ॥
এবেঁ মলয় পবন ধীরেঁ বহে। ল
মনমথক জাগাএ ॥ ল
সুগন্ধি কুসুমগণ বিকসএ। ল
ফুটি বিরহহৃদয়ে ॥ ল ॥১
তোর দরশন বিণি রাধা ল
বড় বিকল কাহ্নাঞিঁ ল
তোর বিরহদহনে ॥ধ্রু
ঘর তেজি ঘোর বনে বসে কাহ্নাঞি ল
সুতে ধরণীশয়নে।
আহোনিশি তোর নাম সোঁঅরে ল
আতি বড়ই যতনে ॥২
এবেঁ সত্বর গমন করি রাধা ল
পুর কাহ্নাঞিঁর আশে।
বাসলীচরণ শিরে বন্দীআঁ ল
গাইল বড়ু চণ্ডীদাসে॥৩
(২)
মালবরাগঃ ॥রূপকং ॥ বিচিত্র লগনী ॥ দণ্ডকঃ॥
তোহ্মা না দেখিআঁ রাধা বিকল কাহ্নাঞিঁ।
এবেঁ আহ্মাক পাঠায়িল তোর ঠাই ॥১
তোহ্মাক বুয়িল কাহ্নাঞিঁ বিনয়বচনে।
বৃন্দাবন আসি মোরে দেঊ দরশনে ॥২
আহ্মার সাসুড়ী বড়ায়ি বড় খরতর।
সব খন রাখে মোরে ঘরের ভিতর ॥৩
কেমমে জায়িবোঁ বড়ায়ি তার বৃন্দাবনে।
মনত গুণিআঁ বোল উপায় আপণে ॥৪
ব্রত ছল করি ফুল তুলিবাক তরেঁ।
বৃন্দাবন যাসি তোক কিছু নাহিঁ ডরে ॥৫
সখি সব সঙ্গে করি চলিহলি রাধা।
তবেঁ আইহনের মাএ মা করিব বাধা ॥৬
ব্রতের মরম আইহনের মাএ জাণে।
প্রবোধিতেঁ নারিবোঁ তাক এ সব বচনে ॥৭
আহ্মার হৃদয়ে বড়ায়ি আছে উপাএ।
সেসি প্রকারে বৃন্দাবনগতি হএ ॥৮
রাধার বদন চুম্বী বুইল বড়ায়ি।
আপণে উপায় তোহ্মে কহ মোর ঠায়ি ॥৯
তাহাক করিব আহ্মে বড়য়ি যতনে।
সুখেঁ লআঁ যাইব তোক বৃন্দাবনে ॥১০
মোর সব সখির সাসুড়ি থান গিআঁ।
হেন বোল তা সমাক কিছু ভরছিআঁ ॥১১
রিকি নহে আইহনের মাএর কারণে।
তাক ভরছিলেঁ বহু ঝি দহী বিকণে॥১২
ভাল বুয়িলেঁ রাধা তোর গমন উপাএ।
এখনে হেনক কাম করিতেঁ জুআএ ॥১৩
এয়ি গিআঁ সাধোঁ কাম তোর উপদেশে।
বাসলী শিরে ধরী গাইল চণ্ডীদাসে ॥১৪
(৩)
গুজ্জরীরাগঃ ॥ যতি॥
অথাভিমন্যুজননীং জরতীলপিতানুগাঃ।
রোষাবেশবশাদেগাপ্যস্তদূচুর্ববচনাশুগৈঃ।
গোপকুল নঠ হএ তোহ্মার কারণে।
কুবুধি কত উপজে তোহ্মার মণে॥
আপণা সদৃশ কেহ্নে দেখ সব নারী।
এ কালের বহু সব নহে সতন্তরী ॥১
ষোল সহস্র গোপী রাধা সঙ্গে যাএ।
তভোঁ তোর মণের সংশয় না পালাএ ॥ধ্রু
তোর কুবচন সব গোপীজন কহে।
তাক সুণী ঘরের বাহির কেহো নহে॥
দধি দুধ ঘৃত ঘোল হাটে না বিকাএ।
এবেঁ গোআলার গেল জীবন উপাএ ॥২
তোহ্মে এবেঁ গোআলত ভৈলা বড় জাতী।
আজি হৈতেঁ আহ্মারা হৈলাহোঁ একমতী।
আপণ আপণ বহু হাটক পাঠায়িব।
তোহ্মার ঘরত অন্ন পাণি না খাইব ॥৩
এ বোল সুণিআঁ ডরে আইহনের মাএ।
প্রণাম করিআঁ বুইল তা সহ্মার পাএ॥
কালি হৈতেঁ যাইবে রাধা মথুরা নগর।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর ॥৪
(৪)
দেশবরাড়ীরাগঃ । লঘুশেখরঃ॥
অবসরমধিগম্য সমাগেতং
সরভসমার্ত্তিভরাদুপেত্য রাধাং।
হরিচরিতবিশেষমুল্লিখন্তী
ব্যধিতমনোজবশাং রসেন বৃদ্ধা॥
তোর রতি আশেআশেঁ গেলা অভিসারে।
সকল শরীর বেশ করী মনোহরে॥
না কর বিলম্ব রাধা করহ গমনে।
তোহ্মার শঙ্কেতবেণু বাজাএ যতনে ॥১
কালিনীর তীরে বহে মন্দ পবনে।
তোহ্মাক চিন্তিতেঁ আছে নান্দের নন্দনে ॥ধ্রু
তোর তনুগত রেণু চলিল পবনে।
তাহাকো করএ কাহ্ন আতি বহুমানে॥
পাখি বসিতেঁ তরুপাতচলনে।
তোহ্মার গতি শঙ্কিআঁ রচয়ে শয়নে ॥২
চাহে দশ দিশ কাহ্ন চকিত নয়নে।
কত খনে আইসে রাধা এহি করী মণে॥
তেজহ সুন্দরি রাধা মুখর মঞ্জীর।
সত্বরেঁ চলহ কুঞ্জ এ ঘন তিমির ॥৩
কৃষ্ণের হৃদয়ে রাধা রতি বিপরীতে।
শোভে মেঘমালে যেহেন তড়িতে॥
গলিত বসন হীন রসন জঘনে।
আপণে আরোপ গিআঁ পল্লবশয়নে ॥৪
মানী বড় ভৈল কাহাঞিঁ শেষ রজনী।
তার পুর মনোরথ মোর বোল সুণী॥
এবেঁ আযুগত রাধা বিলম্ব গমনে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে ॥৫
(৫)
ধানুষীরাগঃ॥রূপকং॥
পথে জায়িতেঁ কথা কহে সুবুধী বড়ায়ি।
এবেঁ সুচরিত ভৈল সুন্দর কাহাঞিঁ॥
বাটদাণ হাটদান আর ঘাটদানে।
সব আধিকার তেজি বসে বৃন্দাবনে ॥১
এবেঁ সব লোকের সে করে উপকার।
ধরম দেখিআঁ সে তেজিল পরদার ॥ধ্রু
কাহাকো না বোলে কাহ্নায়িঁ এখো খরবাণী।
তাহার চরিত্র এবেঁ আহ্মে ভালেঁ জাণী॥
হাটুআ লোকেরেঁ তোষে দিআঁ ফুল ফলে।
আগু বাঢ়ায়িআঁ থোএ যমুনার কূলে ॥২
বড়ই সুন্দর এবেঁ দেখি দামোদর।
তাক না করিহ তোহ্মে সব কিছু ডর॥
তাহাক দেখিলেঁ মোর বোলে পায়িবেঁ সাখী॥
লাভে তাক দেখিআঁ জুড়ায়িবে দুই আখী ॥৩
এ সব কথা কহে বড়ায়ি মনের উল্লাসে।
সহ্মে মেলিলা গিআঁ বৃন্দাবন পাশে॥
বৃন্দাবনের ফুলে সহ্মার হৈল আশ।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস ॥৪
(৬)
রামগিরীরাগঃ ॥ রূপকং॥
বৃন্দাবনকথা শুণী বড়ায়ির মুখে।
গোআল যুবতী সব পাইল বড় সুখে॥
সহ্মাক লয়িআঁ রাধাঁ করিআঁ যুগতী।
বৃন্দাবন দেখিবার হৈলা একমতী ॥১
রাধা সব সখি সমে করিল গমনে।
তখণ সহ্মার মণে বেধিল মদনে ॥ধ্রু
আতি বড় পাইল রাধা মনত হরিষে।
বাট কাচায়িল বড়ায়ি বৃন্দাবন দিশে॥
আগু করী বড়ায়িক চন্দ্রাবলী জাএ।
চিত্তের হরিষে সব গোপী গতী গাএ ॥২
বৃন্দাবন জাএ রাধা রস পরিহাসে।
আড় নয়নে দেখে কাহ্নাঞিঁক পাশে॥
খসাআঁ বান্ধিল পুণী কুন্তলভার।
সঘন ছাড়িল রাধা হাম্বী আপার ॥৩
চুম্বন করিল রাধা সখির বদনে।
ভাল গীত গাএ বুলী পড়িল মদনে॥
হেনমতেঁ গেলী রাধা মাঝবৃন্দাবনে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে ॥৪
(৭)
রামগিরীরাগঃ ॥ রূপকং॥
অশরীররসাবেশবশান্বীক্ষ্য রসালসঃ।
সাকূতং মাধবঃ প্রাহরাধিকামিদমাদরাৎ॥
হের চন্দ্রাবলী রাধা মাঝবৃন্দাবনে।
কুসুমসমূহে শোভে সব তরুগণে॥
তাত সুললিত শুণী ভ্রমরের রোল।
আছুক মানুষ দেবলোক পড়ে ভোল ॥১
রাধা তোর মোর দেখি মাঝবৃন্দাবনে।
আজি সে সফল হউ নবীন যৌবনে ॥ধ্রু
শপথ করিআঁ রাধা বোলোঁ এ বচনে।
তোহ্মার আন্তরে কৈলোঁ এ বৃন্দাবনে॥
এক ঠায়ি থুয়িআঁ রাধা মাথার পসার।
ফুল পহ্র ফল খাঅ ত্রিভুনে সার ॥২
এহা বনে আদভুত আছে থানে থানে।
আহ্মা ছাড়ী তাক আন কেহো নাহিঁ জাণে॥
তোহ্মাক দেখাওঁ লআঁ কর আনুমতী।
তথাঁক না লইহ লোক কেহো সংহতী ॥৩
সকল শরীর মাঝেঁ তোহ্মে যেন সার।
তেহ্ন সব বন মাঝেঁ এ বন আহ্মার॥
এহাত উচিত হএ তোহ্মার বিলাস।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস ॥৪
(৮)
গুজ্জরীরাগঃ ॥ রূপকং॥
তোর সঙ্গে জাইব মাঝ বনে।
আর সংহতী এড়িব কেনমণে॥
যত দেখ মোর সখিগণে।
কাহারো ভাল নহে মনে ॥ ল কাহাঞিঁ ॥১
তেহ্ন কর উপায় আপণে।
ভাল বোলে যেহ্ন সখিগনে ॥ধ্রু
ফুলেঁ ফলেঁ বৃন্দাবন শোভে।
তা দেখি সহ্মাতেয়ি লোভে॥
কেহো না এড়িবে তোর লাগে।
সহ্মে হয়িব তোর আগে ॥২
সামী সাসু দুইহো খরতর।
আর খল সকল নগর॥
সব তোর মোর দোষ চাহে।
তেসিঁ মোর মন থীর নহে ॥৩
মোর মনে হেন পড়িহাসে।
ফুল ফলের দিআঁ আশে।
সখিগণ নেহ চারি পাশে।
গাইল বড়ু চণ্ডীদাসে ॥৪
(৯)
দেশাগরাগঃ ॥ রূপকং ॥
রাধা ল।
আপণে কহিলে মোর মনের কথা।
সুণিআঁ খণ্ডিল সব বেথা॥
ষোল সহস্র তোর সখিগণ।
সহ্মার তোষিব আহ্মে মন ॥১
রাধা ল।
করিআঁ বিবিধ তনু আহ্মে দেবরাজে।
বিলসিবোঁ গোপীসমাজে ॥ধ্রু
চির সময় সঞ্চিত উ ভয় তোর মণে।
খণ্ডায়িবোঁ আজি ভালমণে ॥
একেঁ একেঁ রাধা যত গোপীগণ দেখী।
আজি সে করায়িবোঁ তোর সখী ॥২
কেহো কাহাকো যেন না করে উপহাস।
তেহ্নমতেঁ করিব বিলাস ॥
তা সহ্মার হৃদয় হরিআঁ নিল আহ্মে।
পাছে জনী রোষ কর তোহ্মে ॥৩
এ বোল বুলিআঁ কাহ্নাঞিঁ মণের উল্লাসে।
গেলা সব গোপীগণ পাশে ॥
সহ্মাক বুইল কাহাঞিঁ রতি পতিআশে।
গাইল বড়ু চণ্ডীদাসে ॥৪
(১০)
বসন্তরাগঃ ॥ একতালী॥
লাজ ভয় তেজিআঁ সকল গোপীগণে।
মিলিআঁ বুইল গিআঁ গোবিণ্দচরণে॥
আহ্মা না হেলিহ গোসাঞিঁ আনের বচনে।
আজি হৈতেঁ আহ্মে সহ্মে তোহ্মার শরণে॥১
তোহ্মে দেব বনমালী নান্দের নন্দন।
আজি হৈতেঁ গোপীর হৃদয়চন্দন ॥ধ্রু
আহ্মার ধরহ আর এক বচন।
কতো খন দেখি গোসাঞিঁ তোর বৃন্দাবন॥
এড়িতেঁ না ফুরে মন এখো খনে।
কমন আন্তরে তোহ্মে হরিলেহেঁ মনে ॥২
বুঝিবারে নারিল তোহ্মারে জগন্নাথ।
পাত পাতিআঁ কেহ্নে নাহিঁ দেহ ভাত॥
আসত নিফল দুখ সহন না জাএ।
ত্রিভুবনজনমন গোচর তোহ্মাএ ॥৩
এ বচন শুণী উল্লসিত ভৈল কাহ্ন।
আমৃতেঁ সিঞ্চিল আপনার দুঈ কান॥
গোপীগণমন তোষিবারে কৈল মন।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ ॥৪
(১১)
কোড়ারাগঃ ॥ ক্রীড়া॥
বুঝিআঁ গোপীর মনে।
আল।
খণেক গুণিল কাহ্নে।
ষোল সহস্র গোপী তোষিবোঁ কেমনে॥
আনেক হয়িআঁ তখনে।
বিলসিল গোপীগণে।
যাহারে রমএ সেসি দেখে কাহ্নে ॥১
আল।
সব গোপীজন জাণে।
মোএঁ সে পায়িলোঁ এ বনে শ্রীমধুসূদনে ॥ধ্রু
ফুটিল কুসুম পুঞ্জে।
সরস ভ্রমর গুঞ্জে।
এক এক নারি লআঁ এক এক কুঞ্জে॥
চির মনোরথ পুরী।
রসময় মন করী।
বৃন্দাবন মাঝে রতি ভুঞ্জিল মুরারী ॥২
একেঁ একেঁ গোপীজনে।
সহ্মে জাণিল আপণে।
রাধাতে আধিক কাহ্ন মণে॥
কাহ্নাঞিঁ তাহাক জাণী।
কিছু না বুয়িল বাণী।
রাধা চন্দ্রাবলী মণে কৈল চক্রপাণী ॥৩
সংহবী সকল দেহে।
গোপী এড়ি কুঞ্জগেহে।
বিকল গোবিন্দ মুরারী রাধার নেহে॥
গেলা রাধিকার পাশে।
সুরতি রসের আশে।
গাইল বড়ু চণ্ডীদাসে ॥৪
(১২)
পাহাড়ীআরাগঃ ॥ক্রীড়া ॥ দণ্ডকঃ॥
বৃন্দাবনীয়প্রসবপ্রক–প্তাং
পশ্যামি রাধে ভবতীং পুরস্তাৎ॥
বিশ্রাণয় ত্বং কুসুমান্ববায়ে
বামেথবা মোদবিধায়ি দেহং॥
তমাল কুসুম চিকুরগণে।
নীল কুরুবক তোর নয়নে ॥১
সুপুট নাসা তিলফুলে।
দেখি তোর গণ্ডযুগ মহুলে ॥২
আধর সুরঙ্গ বান্ধুলী ফুলে।
কণ্ণযুগ তোর এ বগহুলে ॥৩
মুকুলিত কুন্দ তোর দশনে।
খস্তরী কুসুম তোর বসনে ॥৪
ভুজযুগ হেমযূথিকামালে।
অশোকতবক করযুগলে ॥৫
মুকুলিত থলকমল তনে।
রোজরাজী তাত আতয়ীগণে ॥৬
গভীর নাভী নাগেশর ফুলে।
কনক কেতকী জংঘযুগলে ॥৭
চরণকমল থলকমলে।
আঙ্গুলী চম্পককলিকাজালে ॥৮
নখরনিকর দেখি গুলালে।
শিরীষ কুসুম তনু সকলে ॥৯
কনক চম্পক কুসুমপান্তী।
তোহ্মার সকল শরীরকান্তী ॥১০
নেআলী সেআলী মাহ্লী বিকসে।
তোহ্মার মধুর ঈষত হাসে ॥১১
দেখোঁ মোর তোর ফুলশরীরে।
গাইল চণ্ডীদাস বাসলীবরে ॥১২
(১৩)
দেশাগরাগঃ ॥ রূপকং॥
কাহ্নাঞিঁ ল
সকল পুরুষ মাঝেঁ তোহ্মে বড় নাগর
তোহ্মারে কে দিবেক উত্তর।
ছাড়হ অলঞ্জাল না কর কচাল
এড় যাওঁ মথুরা নগর ॥১
কাহ্নাঞিঁ ল
বুঝিল বুঝিল তোহ্মার মতী।
সম দেখ সকল যুবতী ॥ধ্রু
কিবা না করিল আহ্মে তোহ্মার এক বচনে
লাজে দিআঁ তিনাঞ্জলী।
নিজ পতি না চাহিলোঁ তোহ্মাক উপেখিলোঁ
সহিলোঁ সাসুনন্দগালী ॥২
বিষম পুরুষ জাতী কঠিন হৃদয় অতী
তাক নাহিঁ কিছু পরকার।
ছার তিরী যরম শিরীষ কুসুম মন
বড় মানে তিন ঊপকার ॥৩
তোহ্মার নেহ সকল কমলিনীদলজল
চঞ্চল দুঈহো পড়িহাসে।
এড়হ আহ্মার আশে চলি জাহা নিজ বাসে
গাইল বড়ু চণ্ডীদাসে॥৪
(১৪)
ককূরাগঃ॥রূপকং॥
তোহ্মাতে মজিল মোর মনে ল॥
আল হের সুন প্রাণ রাধা ল
কেহ্নে বোল নিঠুর বচনে॥
হের মোর বৃন্দাবনে ল।
আল হের সুণ প্রাণ রাধা ল
নিফল করহ কি কারণে ॥১
নানা ফুলে বুলে ভ্রমরে।
আল হের সুণ প্রাণ রাধা ল
তভোঁ কি মালতী পাসরে ॥ধ্রু
এ তোর নব যৌবনে ল
আহোনিশি জাগে মোর মণে।
তাহাত তোহ্মা রমণে ল
খেতি করে আহ্মার পরাণে ॥২
মন ঝুরে তোর নামে ল
সংসারত তোহ্মা কৈলোঁ সারে।
তোর বোলেঁ গোপীগণে ল
তুষিআঁ তেজিলোঁ পরকারে ॥৩
তোতে মন না বিচলে ল
বোল মোরে বৈশোঁ তোর পাশে।
খণ্ডুক আহ্মার দুখ হঊক মন সুখ
গাইল বড়ু চণ্ডীদাসে ॥৪
(১৫)
ভাঠিআলীরাগঃ ॥ রূপকং॥
কৃষ্ণস্য প্রেমবচসা রাধা সাদরমানসা।
বসাভবদসাবাশু কুসুমাশুগসঙ্গতা॥
তিরীর সভাব মণে করে।
প্রাণ কাহ্নাঞিঁ ল
তাত রোষ না কর নাগরে॥
এ তোহ্মার বচনে।
প্রাণ কাহ্নাঞিঁ ল
সব কোপ খণ্ডিল এখনে ॥ এআ ॥১
আল হের
এহি জাগে তোহ্মার চরণে।
প্রাণ কাহ্নাঞিঁ ল
আহ্মা সম না করিহ আনে ॥ধ্রু
তোহ্মার আহ্মার দুঈ মণে।
এক করী গাস্থিল মদনে ॥
তার আনুরূপ বৃন্দাবনে।
তোর বোল না করিব আনে ॥২
বিধি কৈল তোর মোর নেহে।
একই পরাণ এক দেহে॥
সে নেহ তিঅজ নাহিঁ সহে।
সে পুণি আহ্মার দোষ নহে ॥৩
কে বুলিতেঁ পারে তোর গুণে।
একেঁ একেঁ বসে মোর মনে॥
এবেঁ আসি বৈশ মোর পাশে।
গাইল বড়ু চণ্ডীদাসে ॥৪
Time of Chandi Das
The Book was discover from Bankura Bishnupur by Basanta Roy in 1909 from the personal collection of Devendranath mukhapadhya. Bangiya Sahitya Parisad first Published it.
- Acharya Suniti Kumar Chattopadhya– The language belongs to 14th-15th Century
- Rakhal Das Bandopadhya– the Bengali letters used in the books belong to 14th century
- Hara Prasad Shastri– As per his opinion the book had been copied from an earlier book and as Jayadeva translated two Pada in Sanskrit, therefore Baru Chandi Das was earlier than Jayadeva that is around 12-13th Century CE.
- Jayananda in his Chaitanya mangal mentioned the name of Chandi Das
বড়ু চণ্ডীদাস- বড় চণ্ডীদাস was a worshipper of Manasa Devi (গাইল চণ্ডীদাস বাসলীবরে