FROM: Anik Dutta-Bhooter Bhabiswat
উন্নয়নের ভাঙা কাঁসর খান
বাজে, কাঁই না না কাঁই না না না,
উন্নয়নের ভাঙা কাঁসর খান
উন্নয়নের বানে ভেসে
ওষ্ঠাগত মোদের প্রাণ
উন্নয়নের ভাঙা কাঁসর খান
বাজে, কাঁই না না কাঁই না না না,
উন্নয়নের ভাঙা কাঁসর খান।
উন্নয়নের কোপের থেকে
নাইকো মোদের পরিত্রাণ
মনের দুঃখে তাই বেঁধেছি
মরণমুখী এমন গান
উন্নয়নের ভাঙা কাঁসর খান।
বাজে, কাঁই না না কাঁই না না না,
উন্নয়নের ভাঙা কাঁসর খান।
হাত গেলো বাম এলো
তারপরেতে সব এলোমেলো
এলোমেলো নয় ভাই
লুটেপুটে খায়
এইবারে আইলো বুঝি ডান।
উন্নয়নের ভাঙা কাঁসর খান
বাজে, কাঁই না না কাঁই না না না,
উন্নয়নের ভাঙা কাঁসর খান।
প্রতিবাদ আর আন্দোলন
যখন যা চায় অপোজিশান
তার জোরে ভোটে জিতে
কী একদম পাল্টি পোজিশান।
মোচ্ছবে আনন্দে মাতে
খেলা মেলা আর কী চাই?
লেডিস পুলিশ কোলে তুলে
নাচন কোদন হেলেদুলে
এম্বাসাডার খান।
আর তাই না দেখে দিদিমনি
আহ্লাদে আটখান।
উন্নয়নের ভাঙা কাঁসর খান
বাজে, কাঁই না না কাঁই না না না,
উন্নয়নের ভাঙা কাঁসর খান।
তোষণ পোষণ ইমামভাতা
হিজাব পরে করেন দান
সেই সুযোগে এন্ট্রি মারেন
বিপ চন্দ্র ভগবান।
ঈশ্বরে ভক্ত হনুমান!
ভোটার খাতায় ভাগ হলো সব
যতেক হিঁদু মোছলমান।
আচ্ছে দিন আনেওয়ালা
মেরা ভারত হ্যায় মহান
আর সেটিং করে ম্যানেজ হলো
কেলেঙ্কারি কোরাপশন।
উন্নয়নের ভাঙা কাঁসর খান
বাজে, কাঁই না না কাঁই না না না,
উন্নয়নের ভাঙা কাঁসর খান।