‘অনেকের চোখে আজ ঘুম নেই’
অনেকের চোখে আজ ঘুম নেই ,
সারাদিন কাল তারা খাবে কি?
অনেকের চোখে আজ ঘুম নেই,
সারাদিন কাল ভাল যাবে কি?
অনেকের চোখে আজ ঘুম নেই,
গলা জ্বালা ,বুক জ্বালা ,আই ঢাই–
এই বুঝি প্রান গেল নানা ভয়,
সকালেতে ভাঙে ঘুম তোলে হাই ।
কেউ কেউ সারা রাত বিড় বিড়,
এক ডাকে কাঁচা ঘুম ভাঙে তার,
কারো শুধু নাসিকার গর্জন–
সারা রাত সুর তান কি বাহার।
দিনে রাতে ঘুমানোই সুখ যার
পৃথিবীর সব কিছু উদাসীন,
পাহাড় প্রমান যার কালো টাকা–
সারা রাত পাহারায় ঘুম হীন।
ঘুম নেই গরীবের, কালো টাকা আছে যার,
ঘুম নেই স্বরলিপি,ধনী- দরিদ্র সমাহার। ।
You must be logged in to post a comment.