দ্বিজেন্দ্রলাল রায়
আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
ঘুমাবো কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরনে করিবো স্নান।
কবিতা করিবে আমাকে বীজন
প্রেম করিবে স্বপ্নসৃজন,
স্বর্গের পরী হবে সহচরী,
দেবতা করিবে হৃদয়দান।
সন্ধ্যার মেঘে করিবো দুকূল,
ইন্দ্রধনুরে চন্দ্রহার
তারায় করিবো কর্ণের দুল
জড়াবো গায়েতে অন্ধকার।
বাষ্পের সনে আকাশে উঠিব
বৃষ্টির সনে ধরায় লুটিব
সিন্ধুর সনে সাগরে ছুটিব
ঝঞ্ঝার সনে গাহিব গান।
Dwijendralal Ray (19 July 1863 – 17 May 1913)
You must be logged in to post a comment.