All

কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা,
তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা—
এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা
সুরের-গন্ধ-ঢালা?।
তাই কি আমার ঘুম ছুটেছে, বাঁধ টুটেছে মনে,
খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চিরব্যথার বনে,
কাঁপে আমার দিবানিশার সকল আঁধার আলা!
এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা
সুরের-গন্ধ-ঢালা?।
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি,
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি।
শান্তি কোথায় মোর তরে হায় বিশ্বভুবন-মাঝে,
অশান্তি যে আঘাত করে তাই তো বীণা বাজে।
নিত্য রবে প্রাণ-পোড়ানো গানের আগুন জ্বালা—
এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা
সুরের-গন্ধ-ঢালা?।

The lyrics of the Horst Wessel Song, an anthem sung at rallies and meetings of the National Socialist German Workers’ Party (NSDAP). Lyrics appear in German with English translations: Die Fahne hoch die Reihen fest geschlossen(The flag is high, our ranks are closed) S. A. marschiert mit ruhig festem Schritt(The S.A. marches with silent solid steps.) Kam’raden die Rotfront und […]

তোমায় হৃদ মাঝারে রাখিব , ছেড়ে দেব না ! ওরে ছেড়ে দিলে সোনার গৌর ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আমরা আর পাব না, আর পাব না – তোমায় হৃদ মাঝারে রাখিব , ছেড়ে দেব না ! তোমায় হৃদ মাঝারে রাখিব , ছেড়ে দেব না ! ভুবণ মোহন গোরা , কোন মণিজনার মনহরা ভুবন মোহন গোরা , কোন মণিজনার মনহরা মণিজনার […]

আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল জোছনার গান আর নয় ওগো প্রিয় মোর খোল বাহু ডোর পৃথিবী তোমারে চায়। আর নয় নিস্ফল ক্রন্দন শুধু নিজের স্বার্থের বন্ধন খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন ধরনীর ধুলি হোক চন্দন টিকা তার মাখে আজ পরে নাও পরে নাও পরে নাও। কার ঘরে প্রদীপ জ্বলেনি কার বাছার অন্ন মেলেনি কার […]

মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মোন। তার গন্ধ না থাক যা আছে তা নয়রে ভূ আবরন। যানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ছেলে পরের কাছে নিজেরে বিলায়। তোর মতো যে নেইকো তাদের মায়ে পোয়ে আলাপন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের লোভে পরে হই বুঝি বা খয়। তুই যেন ভুলিস না তোর দয়াময়ি মা, তার […]

অরুণকান্তি কে গো যোগী ভিখারী নীরবে হেসে দাঁড়াইলে এসে প্রখর তেজ তব নেহারিতে নারি ৷৷ রাস বিলাসিনী আমি আহিরিণী শ্যামল কিশোর রূপ শুধু চিনি , অম্বরে হেরি আজ একি জ্যোতিঃপুঞ্জ হে গিরিজাপতি ! কোথা গিরিধারী সম্বর সম্বর মহিমা তব , হে ব্রজেশ ভৈরব , আমি ব্রজবালা , হে শিব সুন্দর ,বাঘছাল পরিহর , ধর নটবর-বেশ পর নীপ-মালা ৷৷ নব মেঘ-চন্দনে […]

খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভূ, নিরজনে, খেলিছ।। শূন্য়ে মহা আকাশে, তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভূ, নিরজনে, খেলিছ।। তারকা রবি-শশী, খেলনা তব, হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি, নিত্য় তুমি হে উদার, সুখে দুখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভূ, নিরজনে, খেলিছ।। […]

Recent Updates